দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দ্বিতীয় টেস্টেই ফ্যাব ফোরের তালিকায় থাকা স্টিভ স্মিথকে টপকে রানের বিচারে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন বিরাট কোহলি। ফ্যাব ফোরের তালিকায় রানের বিচারে শীর্ষে অবশ্য রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ১০০ টি টেস্ট খেলে তার সংগ্রহ ৮৫০৭ রান। কোহলির থেকে তার দূরত্ব বেশ অনেকখানি হলেও। স্টিভ স্মিথের থেকে মাত্র ১৩৯ রানে পিছিয়ে রয়েছেন তিনি। তাই ক্যাপ্টেন বিরাটের ব্যাট থেকে একটি ড্যাডি হান্ড্রেড এলেই স্মিথকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন তিনি। আপাতত ৭৭ টি টেস্ট স্মিথ সংগ্রহ করেছেন ৭৫৪০ রান। অবশ্য স্মিথের তুলনায় ১১টি টেস্ট বেশি খেলেছেন কোহলি। ৮৮ টেস্টে কোহলির সংগ্রহ ৭৫০১ রান। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কেন উয়িলিয়ামসন ৮৩ টি টেস্ট খেলে ৭১১৫ রান করেছেন তিনি।
আগামী তিন ম্যাচে কোহলির কাছে তাই সুযোগ থাকছে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ককে পেরিয়ে যাবার। প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে পরাজয় স্বীকার করতে হলেও এখনও সিরিজে ফেরার যথেষ্ট সুযোগ রয়েছে ভারতের। ইতিমধ্যেই সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষর প্যাটেল। তাই বোলিং নিয়েও হয়তোবা অতটা চিন্তা আর থাকবে না। অন্যদিকে দুর্ভাগ্যজনকভাবে সিরিজ থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। হাতের চোট সারিয়ে এই মুহূর্তে অন্তত দলে ফেরা হচ্ছে না তার। ঘরের মাঠে স্পিন বিভাগের ক্ষেত্রে অবশ্যই এক বড় ধাক্কা কোহলিদের কাছে। তবে একথাও শোনা যাচ্ছে যে দলের সঙ্গে যোগ দিতে পারেন রহুল চাহার। সেক্ষেত্রে কুলদীপ যাদবের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়েও থেকে যাচ্ছে যথেষ্ট সন্দেহ।
তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি এ নিয়ে কোন সন্দেহ নেই। থাপ্পরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সম্পূর্ণ সুযোগ যেমন রয়েছে কোহলির কাছে, তেমনি অন্যদিকে তালিকায় চতুর্থ স্থানে থাকা কেন উইলিয়ামসনর সাথে লর্ডসে মোলাকাত করতে গেলেও বাকি ম্যাচ গুলোতে দুরন্ত প্রদর্শন করতে হবে ভারতীয় দলকে। সিরিজে অন্তত বাকি দুটি ম্যাচ জিতলেই লর্ডসের টিকিট পকেটে পুরতে পারে কোহলি বাহিনী।