দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রথম টেস্টে দুর্ধর্ষ ২২৭ রানের জয় তুলে নেবার সাথে সাথে পর পর ছয় ম্যাচে লাগাতার অপরাজিত রইল রুট বাহিনী। বিশেষত ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জয় তুলে নিয়ে ভীষণই আত্মবিশ্বাসী তারা। অধিনায়ক জো রুট জানান এখন শুধুমাত্র এই জয়ের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছেন তারা। ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে ১৩ ফেব্রুয়ারি শনিবার। একই মাঠ চেন্নাইতেই আয়োজিত হতে চলেছে দ্বিতীয় টেস্টও। তাই পরের টেস্টে ভালো প্রদর্শন নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড অধিনায়ক।
প্রথম হারের পর ভারত দুর্ধর্ষ প্রত্যাবর্তন করবে একথা মেনে নিয়েও রুট বলেন,”আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই জয়ের ধারাবাহিকতা বজায় না রাখার কোনো কারণ নেই। অবশ্যই আমাদের ভীষণ ভালো খেলতে হবে। আমরা ধারাবাহিকভাবে বিদেশে খেলায় উন্নতি করে চলেছি এবং আমরা সেই গেমপ্ল্যান সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছি যা আমরা আলোচনা করেছিলাম। আমার মনে হয় এই পরিস্থিতিতে জেতার এটাই সবচেয়ে বড় সুযোগ। আসল কথা হল আমাদের মোমেন্টাম বজায় রাখতে হবে, সব সময় আরো ভালো খেলার চেষ্টা করতে হবে এবং নিজেদের প্রদর্শনকে বারবার চ্যালেঞ্জ করতে হবে।”
দ্বিতীয় টেস্টে যেমন অনেকগুলি পরিবর্তন আসতে চলেছে ভারতীয় দলে তেমনি ইংল্যান্ড দলে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। দ্বিতীয় টেস্টে দলে থাকছেন না জোফরা আর্চার। এ দিন সে কথা নিশ্চিত করে রুট বলেন, “স্টুয়ার্ট ব্রডই খেলবেন, আমরা চাই এর আগে ইংল্যান্ড জার্সিতে তিনি যেরকম প্রদর্শন করেছেন আগামী দিনেও সেই একই প্রদর্শন করবেন। জোফরা আর্চারকে আপাতত কিছুটা বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা বারবারই বলেছি যে দলের পারফরমেন্সের ক্ষেত্রে রোটেশন পলিসি খুবই গুরুত্বপূর্ণ, যাতে খেলোয়াড়রা সম্পূর্ণরূপে ফ্রেশ থাকতে পারে। তবে অবশ্যই এ কথা মাথায় রাখতে হবে যে দলের মধ্যে থেকেই স্টুয়ার্ট জিমির মত বেস্ট জোরে বোলারদেরই আমরা সামনে আনবো।”
ব্রড সম্পর্কে এদিন রুট আরো যোগ করেন,”এটা দেখে ভীষণ ভালো লাগছে যে এই পরিস্থিতিতে খেলার জন্য রীতিমতো উচ্ছ্বসিত হয়ে রয়েছে স্টুয়ার্ট, ভালো পারফরম্যান্স দিতে ও বদ্ধপরিকর।”
ব্রড দলে আসায় আর্চার বাইরে বসলেও ইংল্যান্ড দল তেমন কম শক্তিশালী হয়ে পড়বে না। বিশেষত বোলিংয়ের ক্ষেত্রে আন্ডারসনের পাশাপাশি ব্রডের অভিজ্ঞতা যথেষ্ট সমস্যার কারণ তৈরি করতে পারে বিরাটদের জন্য। সেই কারণেই প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর এই ম্যাচে কিভাবে প্রত্যাবর্তন করবেন বিরাট সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।