দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলের প্রথম ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড। ওড়িশার বিরুদ্ধে আগের ম্যাচ ২-২ গোলে ড্র করেছিল নর্থইস্ট। কিন্তু নিজেদের শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে পিছিয়ে থেকেও ড্র করেছিল ওড়িশা। দুর্দান্ত ফর্মে রয়েছেন দিয়েগো মৌরিসিও। কিন্তু দলগত ভাবে ভালো ম্যাচ না খেলার ক্ষমতা ভুগিয়েছে তাদের গোটা আইএসএলে। এখন তাদের একমাত্র লক্ষ্য সম্মানজনক ভাবে শেষ করা।
অপরদিকে প্লে অফের দৌড়ে ভালোভাবেই রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। আজকের ম্যাচে জয় পেলে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তারা। নিজেদের শেষ দুটি ম্যাচে জয় হাতছাড়া করেছে গ্যালাগোরা। খালিদ জামিল দায়িত্বে আসার পর থেকে ভালো ছন্দে রয়েছে নর্থইস্ট। আজকের ম্যাচে তাই জয় ছাড়া অন্য কিছু দেখছে না নর্থইস্ট।
• নর্থ ইস্ট সম্ভাব্য একাদশ :-
গোলরক্ষক-
গুরমিথ সিং
রক্ষণ-
আশুতোষ মেহেতা, গুরজিন্দর কুমার, ডিলান ফক্স, প্রভাত লাখরা
মাঝমাঠ-
ফ্রেডরিকো গ্যালাগো, খাসা কামারা, লালেনগমাওয়াইয়া,
আক্রমণ-
রোচরজেলা, ডেশন ব্রাউন, লুইস মাচাদো
• ওড়িশা এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
অর্শদীপ সিং
রক্ষণ-
শুভম সারাঙ্গী, জ্যাকব ট্রাট, স্টিভেন টেলর, হেন্ডরি অ্যান্টনি,
মাঝমাঠ-
বিনিথ রাই, কোল আলেকজান্ডার, জেরি মাহুহমিংথাঙ্গা, ব্র্যাড ইন্মান
আক্রমণ-
দিয়েগো মাউরিসিও, নন্দকুমার সেকর