দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকে আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। কালকের খেলার পর এটিকে মোহনবাগানের কাছে শীর্ষস্থান খুইয়েছে মুম্বাই সিটি এফসি। এক ম্যাচ বেশি খেলে মুম্বাইয়ের থেকে ২ পয়েন্টে এগিয়ে গিয়েছে সবুজ মেরুণ শিবির। তাই আজকের ম্যাচে যে কোনওভাবে জয় অর্জন করে শীর্ষে পৌঁছতে মরিয়া তারা।
অপরদিকে বেঙ্গালুরু এফসিকে প্লে অফে যেতে গেলে জিততেই হবে যে কোনও মূল্যে। চলতি মরশুমে তারা ভালো ফর্মে নেই। মুম্বাইয়ের সাথে গতবারের সাক্ষাতে তাদের ৩-১ ফলে হারতে হয়েছিল। তাই এই ম্যাচ তাদের কাছে বদলার ম্যাচ। কিন্তু সুনীলদের সাম্প্রতিক ফর্ম সমর্থকদের খুব একটা ভরসা জোগাচ্ছে না।
• বেঙ্গালুরু এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
গুরপ্রীত সিং সান্ধু
রক্ষণ-
খাবরা, প্রতীক, ফ্রান গঞ্জালেজ, রাহুল ভেকে
মাঝমাঠ-
উদান্তা, সিয়েলটন, সুরেশ, লিওন অগাস্টিন
আক্রমণ-
সুনীল, পার্তেলু
• মুম্বই সিটি এফসি সম্ভাব্য একাদশ :
গোলরক্ষক-
অমরিন্দর সিং
রক্ষণ-
আময় রানওয়াডে, মোর্তাদা ফল, হেরনান সান্টানা, ভিগনেশ দক্ষিণমূর্তি
মাঝমাঠ-
আহমেদ জাহৌ, রাওলিন বর্জেস, বিপিন সিং
আক্রমণ-
হুগো বওমাস, অ্যাডাম লা ফন্দ্রে