দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া। আজকের ম্যাচে হারলে বা ড্র করলে টপ ফোরে ওঠার খাতায় কলমে থাকা সুযোগটিও শেষ হয়ে যাবে বেঙ্গালুরু। হাতে থাকা দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ২৮। সেই লক্ষ্যেই আপাতত এগোচ্ছে সুনীলরা। গত ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জয় তাদেরকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। যদিও ২৮ পয়েন্ট পেলেও প্লে অফের যোগ্যতা অর্জন করা নিশ্চিত করতে হায়দরাবাদ, গোয়া, নর্থইস্ট-দের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
অপরদিকে ২৭ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এবং নর্থইস্টের সঙ্গে সমানে সমানে লড়ছে জুয়ান ফার্নান্দো-র এফসি গোয়া। আজকের ম্যাচ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটি ম্যাচে পয়েন্ট নষ্ট মানে প্লে-অফের দৌড় থেকে ধীরে ধীরে সরে যাওয়া। এই অবস্থায় কালকের ম্যাচ জিততে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে ঈশান পন্ডিতা-দের। টানা ছয় ম্যাচ ড্র করার পর শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে জয় পেয়েছে এফসি গোয়া। সেই আত্মবিশ্বাসে ভর করে আজ মাঠে নামবে তারা।
• বেঙ্গালুরু এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
গুরপ্রীত সিং সান্ধু
রক্ষণ-
খাবরা, প্রতীক, ফ্রান গঞ্জালেজ, রাহুল ভেকে
মাঝমাঠ-
উদান্তা, ক্লিয়েটন, সুরেশ, লিওন অগাস্টিন
আক্রমণ-
সুনীল, পার্তেলু
• এফসি গোয়া সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
ধীরাজ
রুক্ষণ-
শেরিটন ফার্নান্দেজ, আদিল খান, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা
মাঝমাঠ-
আলবার্তো নগুয়েরা, লেনি রদ্রিগেজ, এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ,
আক্রমণ-
জর্জে অর্তিজ, ইগর অ্যাঙ্গুলো