দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএল শেষ হওয়া মাত্রই কিন্তু থেমে যাচ্ছে না সেরা ভারতীয় ফুটবলারদের মাঠে দেখার সুযোগ। ১৩ মার্চ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের পরেও লিস্টন, ছাঙতে-দের পায়ের জাদু উপভোগ করার ভরপুর সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। তবে এইবার সমস্ত ভারতীয় ফুটবলারদের খেলতে দেখা যাবে ভারতীয় দলের জার্সি গায়ে। মার্চের ২৫ এবং ২৯ তারিখে ভারত দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বলে ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফলে আইএসএল শেষ হওয়ার পরই দীর্ঘদিনের জন্য ভক্তদের চোখের আড়ালে চলে যাচ্ছেন না সুনীল ছেত্রীরা।
মার্চ মাসের ২৫ তারিখে চলতি বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ভারত মুখোমুখি হবে ওমানের। ২৯ তারিখ, তারপরের ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এই দু’টি ম্যাচই আয়োজিত হবে দুবাইয়ে। প্রায় ১৫ মাস পরে দেশের জার্সি গায়ে উঠতে চলেছে ঈগর স্টিমাচের ছেলেদের। ২০১৯-এর নভেম্বরে ভারতীয় ফুটবল দল শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছিল।
নিজেদের থেকে এগিয়ে থাকা দুই দলের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে ভারতীয় দল, তা দেখতে মুখিয়ে রয়েছেন ফুটবল ভক্তরা। সর্বশেষ প্রকাশিত ফিফা ক্রমতালিকা অনুযায়ী ওমান ৮১ নম্বরে ও আমিরশাহী ৭৪ নম্বরে রয়েছে। ভারতের স্থান ১০৪ নম্বরে। তবে চলতি আইএসএলে মনবীর, সন্দেশ, আশিষদের পারফরম্যান্স দেখার পর ভালো কিছুর আশা করাই যায়। কোচ ইগর স্টিমাচের তত্ত্বাবধানে দুবাইয়ে এই দুই ফ্রেন্ডলি ম্যাচের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শুরু হবে ১৫ মার্চ থেকে।