দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শুক্রবার জম্মু কাশ্মীরের গুলমার্গে খেলো ইন্ডিয়ার শীতকালীন মরশুমের শুভ সূচনার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তার মতে শীতকালীন খেলার ক্ষেত্রে এর ফলে দেশের মধ্যে জম্মু-কাশ্মীর একটি আদর্শ হাব হয়ে উঠবে। ভারত জুড়ে ২৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে বিভিন্ন ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আগামী ২ মার্চ অব্দি চলবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় যুক্ত হয়েছে বিভিন্ন নতুন খেলা যেমন আলপাইন স্কিয়িং, নরডিক স্কিয়িং, স্কি মাউন্টেনিয়ারিং, আইস হকি, আইস স্কেটিং প্রভৃতি। স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতা ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, “এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র যে ভারত শীতকালীন খেলাধুলার জগতে পা রাখলো তাই নয়, এটি আগামী দিনে শীতকালীন খেলাধুলার ক্ষেত্রে জম্মু এবং কাশ্মীরকে একটি হাব করে তুলবে। এই খেলাধুলো আমাদের “এক ভারত এবং শ্রেষ্ঠ ভারতের” চেতনাকে আরো বেশি দৃঢ় করে তুলতেও সাহায্য করবে।”
এই ভার্চুয়াল বৈঠকে তিনি আরও যোগ করেন,”আমি জেনেছি যে গত বছরের তুলনায় এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে। সেটাই বুঝিয়ে দেয় শীতকালীন খেলাগুলির প্রতি আমাদের দেশের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।” জম্মু-কাশ্মীরে এ ধরনের আয়োজন শুভ উদ্যোগ নিয়ে কোন সন্দেহ নেই। শীতকালীন খেলার ক্ষেত্রে নতুন দ্বার প্রস্তুত করবে। ভারতের শীতকালীন পর্বতারোহণ সহ অন্যান্য রোমাঞ্চকর খেলার প্রতি ঝোঁক বেড়েছে কিছুদিন থেকেই। এই মুহূর্তে এই উত্তর সেই আগ্রহ যে আরো বৃদ্ধি করবে তা বলাই বাহুল্য।