দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলের প্রবল গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি গোটা টুর্নামেন্টের বেশিরভাগ সময় লিগের শীর্ষস্থান নিজেদের দখলে রেখে শেষ দুই সপ্তাহে তা খুইয়েছে। আজ তাদের সামনে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট এবং লিগ শিল্ড নিশ্চিত করার সুযোগ থাকছে। তবে জয় ছাড়া অন্য কোনওভাবে তা সম্ভব হবে না। হুগো বুমো মাঠে নামার মতো অবস্থায় না থাকলে ওড়িশা ম্যাচের মতোই ওগবেচে-ফন্দ্রে জুটিকে দিয়েই শুরু করতে পারেন লোবেরা। এ বাদে ওড়িশার বিরুদ্ধে ৬-১ ফলে জয়ী দলে খুব একটা পরিবর্তন হয়তো দেখা যাবে না।
অপরদিকে একবার শীর্ষস্থানে পৌঁছনোর পর কোনওভাবেই তা খোয়াতে চাইবে না হাবাসের এটিকে মোহনবাগান। হায়দরাবাদের বিরুদ্ধে নামা দলটিকেই অপরিবর্তিত রাখতে পারেন হাবাস। সুদৃড় ডিফেন্সের সাথে আক্রমণে রয় কৃষ্ণা-র সুযোগসন্ধানী স্ট্রাইকারের উপস্থিতিই মূল অস্ত্র তাদের। আজও সেই শক্তির ওপর ভরসা করেই লিগ শিল্ড ও এএফসি চ্যাম্পিয়ন লিগের টিকিট নিশ্চিত করতে চাইবে হাবাসের দল।
• এটিকে মোহনবাগান সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
অরিন্দম
রক্ষণ-
প্রীতম কোটাল, সন্দেশ, তিরি, শুভাশিস
মাঝমাঠ-
মার্সেলিনহো, লেনি, ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস
আক্রমণ-
রয় কৃষ্ণা, মনবীর সিং
• মুম্বই সিটি এফসি সম্ভাব্য একাদশ :
গোলরক্ষক-
অমরিন্দর সিং
রক্ষণ-
আময় রানওয়াডে, মোর্তাদা ফল, হেরনান সান্টানা, ভিগনেশ দক্ষিণমূর্তি
মাঝমাঠ-
আহমেদ জাহৌ, রাওলিন বর্জেস, বিপিন সিং
আক্রমণ-
হুগো বওমাস, অ্যাডাম লা ফন্দ্রে