দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটের মঞ্চে এমন কিছু রেকর্ড রয়েছে যা আপাতদৃষ্টিতে চির অক্ষয় বলে গণ্য হয়। যেমন মুরলীর ৮০০ টেস্ট উইকেট, কুম্বলের এক ইনিংসে ১০ উইকেট, রোহিতের ২৬৪ রানের ইনিংস ইত্যাদি। এমনই একটি রেকর্ড হলো ব্রায়ান চার্লস লারার টেস্টে ৪০০ রানের রেকর্ড। তবে লারা নিজে মনে করেন ভবিষ্যতে তার রেকর্ড ভাঙা সম্ভব। শুধু তাই নয়, তার রেকর্ড ভাঙতে পারেন এমন তিনজন ব্যাটসম্যানের নামও উল্লেখ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি।
২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৪০০ রানের মাইলফলক তৈরি করেছিলেন লারা, যে রেকর্ড এখনও অক্ষত রয়েছে। তার সেই রেকর্ড শেষ পর্যন্ত কে ভাঙবেন? এ বিষয়ে ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারা বলেন, যে অস্ট্রেলিয়া তথা বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথের পক্ষে এই রেকর্ড ভাঙা কঠিন। স্টিভ দুর্দান্ত ব্যাটসম্যান হলেও লারার মতে তিনি বোলারদের ওপর একচ্ছত্র শাসন চালাতে পারেন না। বরং স্মিথের সতীর্থ ডেভিড ওয়ার্নার রেকর্ডটি ভাঙার ক্ষমতা রাখেন।
ভারত অধিনায়ক বিরাট কোহলি তিন নম্বরে নেমে উইকেটে সেট হয়ে গেলে তার পক্ষেও এটা সম্ভব বলে মন্তব্য করেছেন লারা। কারণ কোহলি আক্রমণাত্মক ব্যাটসম্যান। এছাড়া রোহিত শর্মাও নিজের দিনে এই রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করেন তিনি।