দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ খারাপ খবর ভেসে এল ফুটবলপ্রেমীদের জন্য। মার্চ মাসে দেশের জার্সি গায়ে মেসি বনাম নেইমার দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হতে চলেছে তারা। লাতিন আমেরিকান ফুটবল প্রশাসন কনমবল নিশ্চিত ভাবে জানিয়ে দিয়েছে মার্চ মাসে সেই মহাদেশের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি আয়োজিত হচ্ছে না।
একরকম বাধ্য হয়েই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ইউরোপের বেশ কয়েকটি ক্লাব ইন্টারন্যাশনাল ব্রেকে ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি। যার জন্য ওই দেশগুলি তাদের ইউরোপিয়ান ক্লাবের সাথে যুক্ত ফুটবলারদের পেতো না। কনমবল জানিয়েছে ম্যাচগুলি আয়োজনের জন্য ভবিষ্যতে আরও একটি সূচি প্রকাশ করা হবে।
করোনার প্রকোপের জন্য ইউরোপ থেকে আমেরিকায় ভ্রমণের নিয়মের জালেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসি, নেইমারদের দক্ষিণ আমেরিকায় পৌঁছে দেশের জার্সি গায়ে মাঠে নামার আগে লম্বা সময়ের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফলে অনেক আগে তাদের ছাড়তে হওয়ায় সেখানে আপত্তি জানিয়েছে তাদের ক্লাবগুলি। এখন দেখার যে মার্চ মাসের ব্রাজিল-আর্জেন্টিনা ফিক্সচার ফের কবে আয়োজন করা যায়।