27 C
Kolkata
Monday, May 29, 2023
More

    টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরুর আগেই দুঃসংবাদ কোহলিদের জন্য, দুধের স্বাদ মেটাতে হবে ঘোলেই!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে রীতিমতো কাঠ খড় পোড়াতে হয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়ায় স্বপ্নের জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই প্রথম টেস্ট খেলে রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছিল ভারতীয় দল। একবার তো এও মনে হয়েছিল যে হয়তোবা এবারও ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের মতই ভারতের লর্ডসে পৌছানোর স্বপ্ন রুখে দেবে ইংল্যান্ড। কিন্তু দুরন্ত কাম ব্যাক করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট কেটে পড়ে ভারতীয় দল। যে স্বপ্ন পূরণ হয়নি ২০১৯ সালে সেই স্বপ্নই নতুন করে পূরণের আশায় রীতিমতো উজ্জীবিত ছিল কোহলি বাহিনী।

    কিন্তু এরই মধ্যে নতুন করোনাভাইরাসের স্ট্রেনের কারণে প্রশ্ন ওঠে আদৌ ফাইনাল লর্ডসে হবে কিনা। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী আগেই আইসিসির এক সূত্র বলেছিলেন, ‘(বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) কোথায় হবে, তা শীঘ্রই ঘোষণা করা হবে। আইসিসি যে পরিকল্পনা করছে, তাতে (ফাইনাল আয়োজনের জন্য) লর্ডস নেই। ফাইনালের স্থান নির্ধারণের ক্ষেত্রে আইসিসিকে পরামর্শ দেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার মেডিক্যাল দল। গত গ্রীষ্মে নিজেদের দেশে যেভাবে জৈব সুরক্ষা-বলয় তৈরি করেছিল ইসিবি, এবারও সেরকম করা হতে পারে।’ 

    এবার সেই কথাতেই সীলমোহর দিলেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লাও। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সাউথহ্যাম্পটনে ফাইনাল হবে।’যদিও এক্ষেত্রে এখনো কোনো সীলমোহর দেয়নি আইসিসি। কিন্তু জানা যাচ্ছে সাউথহ্যাম্পটনে হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যা শুরু হবে আগামী ১৮ জুন থেকে। চলবে ২২ জুন পর্যন্ত। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ২৩ জুন। লর্ডসে না হলে সাউথহ্যাম্পটানে কোহলিদের দুধের স্বাদ ঘোলে মিটবে এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে তার জন্য আগে দরকার কেন উইলিয়ামসনদের হারানো। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্যান্স করলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডেও তেমন ভাল পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল। অন্যদিকে ইংল্যান্ডের ময়দানেও জোরে বোলারদের বিরুদ্ধে যথেষ্ট অসুবিধায় পড়তে হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপকে। তাই সে ক্ষেত্রে লড়াই হবে হাড্ডাহাড্ডি এ নিয়ে কোন সন্দেহ নেই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...