দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে রীতিমতো কাঠ খড় পোড়াতে হয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়ায় স্বপ্নের জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই প্রথম টেস্ট খেলে রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছিল ভারতীয় দল। একবার তো এও মনে হয়েছিল যে হয়তোবা এবারও ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের মতই ভারতের লর্ডসে পৌছানোর স্বপ্ন রুখে দেবে ইংল্যান্ড। কিন্তু দুরন্ত কাম ব্যাক করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট কেটে পড়ে ভারতীয় দল। যে স্বপ্ন পূরণ হয়নি ২০১৯ সালে সেই স্বপ্নই নতুন করে পূরণের আশায় রীতিমতো উজ্জীবিত ছিল কোহলি বাহিনী।
কিন্তু এরই মধ্যে নতুন করোনাভাইরাসের স্ট্রেনের কারণে প্রশ্ন ওঠে আদৌ ফাইনাল লর্ডসে হবে কিনা। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী আগেই আইসিসির এক সূত্র বলেছিলেন, ‘(বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) কোথায় হবে, তা শীঘ্রই ঘোষণা করা হবে। আইসিসি যে পরিকল্পনা করছে, তাতে (ফাইনাল আয়োজনের জন্য) লর্ডস নেই। ফাইনালের স্থান নির্ধারণের ক্ষেত্রে আইসিসিকে পরামর্শ দেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার মেডিক্যাল দল। গত গ্রীষ্মে নিজেদের দেশে যেভাবে জৈব সুরক্ষা-বলয় তৈরি করেছিল ইসিবি, এবারও সেরকম করা হতে পারে।’
এবার সেই কথাতেই সীলমোহর দিলেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লাও। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সাউথহ্যাম্পটনে ফাইনাল হবে।’যদিও এক্ষেত্রে এখনো কোনো সীলমোহর দেয়নি আইসিসি। কিন্তু জানা যাচ্ছে সাউথহ্যাম্পটনে হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যা শুরু হবে আগামী ১৮ জুন থেকে। চলবে ২২ জুন পর্যন্ত। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ২৩ জুন। লর্ডসে না হলে সাউথহ্যাম্পটানে কোহলিদের দুধের স্বাদ ঘোলে মিটবে এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে তার জন্য আগে দরকার কেন উইলিয়ামসনদের হারানো। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্যান্স করলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডেও তেমন ভাল পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল। অন্যদিকে ইংল্যান্ডের ময়দানেও জোরে বোলারদের বিরুদ্ধে যথেষ্ট অসুবিধায় পড়তে হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপকে। তাই সে ক্ষেত্রে লড়াই হবে হাড্ডাহাড্ডি এ নিয়ে কোন সন্দেহ নেই।