দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টোকিও অলিম্পিকের আগে দুর্দান্ত জয়ে ছন্দে ফিরলেন রেসলার বজরং পুনিয়া। রোমের মাত্তেও পেলিকোন সিরিজে সোনা জিতলেন তিনি। গতবারও এই টুর্নামেন্টে সোনাই ছিল ভারতীয় কুস্তিগিরের। এইবার অবশ্য ফাইনালের শুরুটা ভালো না হলেও দুর্দান্ত প্রত্যাবর্তনে সোনা জিতে নিলেন বজরং।
৬৫ কেজি বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার টুলগা টুমুর ওচিরের বিরুদ্ধে শুরুটা একেবারেই ভালো হয়নি বজরংয়ের। একটা সময় ০-২ ফলে পিছিয়ে ছিলেন। কিন্তু শেষ ৩০ সেকেন্ডেই জ্বলে ওঠেন বজরং। স্কোর ২-২ করেন। বাউটের একেবারে শেষ সেকেন্ডে আরও একটা পয়েন্ট তুলে নিয়ে বিজয়ী হন তিনি।
শুধু এখানেই শেষ নয়, রোমের ফাইনালের আগে বজরং ছিলেন বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ রেসলার। সোনা জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে বজরং এখন বিশ্বের এক নম্বর হয়ে গেলেন। টোকিও অলিম্পিকের আগে যা নিশ্চিতভাবেই তার আত্মবিশ্বাস বাড়াবে। টোকিও অলিম্পিকে যে কয়েকজন ভারতীয় কুস্তিগিরের পদক জয়ের সম্ভাবনা আছে, তাঁদের মধ্যে বজরং অন্যতম। লকডাউনে নিজের ভুল ত্রুটি গুলো শুধরে এখন আরও ধারালো হয়ে উঠেছেন তিনি।