দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতীয় ফুটবল বেশ কয়েকবছর ধরে ভুগছে একজন পজিটিভ গোলস্কোরারের অভাবে। সুনীল ছেত্রী এবং কিছুটা জেজে লালপেখলুয়া-কে বাদ দিলে বরাবরই গোলের সামনে গিয়ে ফিনিশিং সমস্যা ভুগিয়েছে ভারত। শেষ দু-তিন বছরে সেই সমস্যা আরও প্রকট হয়ে দেখা গিয়েছে। তবে চলতি আইএসএলের পর সেই সমস্যা মিটতে চলেছে। ঈগর স্টিমাচ হাতে পেতে চলেছেন দু জন দক্ষ সুযোগসন্ধানী স্ট্রাইকার, এফসি গোয়ার ঈশান পন্ডিতা এবং এটিকে মোহনবাগানের মনবীর সিং।
এর মধ্যে ঈশান পুরোপুরি নাম্বার নাইন হলেও মনবীরের খেলায় আরও অনেক ডাইমেনশন রয়েছে। চলতি আইএসএলে পাঁচটি গোল করেছেন তিনি। পাঁচটি গোলই অসাধারণ এবং দৃষ্টিনন্দন। এটিকে মোহনবাগানের সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণা যেদিন গোল পাননি সেদিন তিনি জ্বলে উঠে দলকে রক্ষা করেছেন এমন নজিরও রয়েছে। গোল পেয়েছেন কলকাতা ডার্বিতে, শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে, ওড়িশার বিরুদ্ধে এবং সেমিতে নর্থইস্টের বিরুদ্ধে। তার মধ্যে বেশ কয়েকটি গোল একক দক্ষতায়। বলাই বাহুল্য তিনি জাতীয় দলে থাকলে অনেক বেশি স্বস্তিতে খেলতে পারবেন সুনীল ছেত্রী।
সেমিফাইনালে রয় কৃষ্ণার পাস ধরে যেভাবে মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে দুজন ডিফেন্ডারকে এড়িয়ে শুভাশিসকে পরাস্ত করেছেন তাতে তিনি যে বড় ম্যাচের চাপ নিতে প্রস্তুত। শনিবার ফাইনালে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। সেই ম্যাচেও নিজের জাত চেনাতে চাইবেন মনবীর। তবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগান মরশুমে একটি ম্যাচেও জয় পায়নি। তাও ফাইনালে মনবীর ম্যাজিকের অপেক্ষায় মেরিনার্সরা।