দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০২০-২১ এএফসি কাপের জন্য নতুন বিদেশি সেন্টার হাফ চূড়ান্ত করলো বেঙ্গালুরু এফসি। বুধবার ফ্রান্সের সিয়ান একাডেমি থেকে উঠে আসা গ্যাবনের ফুটবলার মুসাবু কিং-কে সই করানোর খবর অফিসিয়ালি জানানো হল। ইতিমধ্যেই নতুন বিদেশি ফুটবলারের সাথে একপ্রস্থ আলোচনা হয়েছে বেঙ্গালুরুর নতুন কোচ পেজ্জাইউলি-র। সুনীল ছেত্রীদের সাথে যোগ দিতে মুখিয়ে রয়েছেন আফ্রিকান ফুটবলার।
২৯ বছর বয়সী ফুটবলারের অভিজ্ঞতার ভান্ডার রীতিমতো আকর্ষণীয়। লরিয়েন্ট, উদিনেসে, গ্রানাডার মতো ইউরোপিয়ান ফুটবলের টপ ডিভিশন ক্লাবগুলির জার্সিতে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার। গত মরশুমে তিনি ফ্রান্সের দ্বিতীয় ডিভিশন ক্লাব লে ম্যান্সের হয়ে মাঠে নেমেছিলেন। মুসাবু জানিয়েছেন আইএসএল সম্পর্কে খোঁজখবর নিয়েই এখানে আসছেন তিনি। রবার্ট পিরেস, বেঞ্জামিন মেন্ডির মতো ফুটবলাররা এই লিগে খেলে গেছেন তা জানেন তিনি। বেঙ্গালুরু এফসি সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন তিনি।
দেশের জার্সি গায়েও গ্যাবনের হয়ে মাঠে নেমেছিলেন মুসাবু। ২০১৪ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। তাকে পেয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন কোচ পেজ্জাইউলি। তার খেলার ধরন বেঙ্গালুরু কোচের স্ট্রাটেজিতে খুবই কার্যকর হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলও। ১৪ এপ্রিল থেকে গোয়ার মাটিতে এএফসি কাপের জন্য অভিযান শুরু করবেন সুনীলরা। তার আগে নতুন বিদেশি ফুটবলারকে পেয়ে স্বস্তিতে বেঙ্গালুরু ম্যানেজার।