দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পরপর দুই রাতে দুই মহাতারকার বিদায়, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেই অনেক ফুটবলপ্রেমীদের কানে বাজছে বিসর্জনের সুর। পরশুদিন রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর কাল রাতে চলতি মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। দুই পর্বের খেলা মিলিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের কাছে ৫-২ ফলে হারলো বার্সেলোনা।
যদিও কাল পিএসজির ঘরের মাঠে মরিয়া চেষ্টা চালিয়েছিল বার্সা। প্রথম মিনিট থেকে পিএসজির ওপর ঝাঁপিয়ে পড়েন ফ্রাঙ্কি দি জং-রা। গোলের সুযোগ পেয়েও নষ্ট করেন মেসি, ডেমবেলে-রা। ৩১ মিনিট লংলের করা ফাউলের জন্য পেনাল্টি পায় পিএসজি। খেলার গতির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে পিএসজি-কে এগিয়ে দেন কিলিয়ান এমব্যাপে। দুই পর্ব মিলিয়ে বার্সার বিরুদ্ধে মোট চার গোল করলেন তিনি। কিন্তু এর ঠিক ছয় মিনিট পর গোলপোস্টের ৩০ গজ দূর থেকে দূরপাল্লার দুরন্ত শটে বার্সাকে সমতায় ফেরান মেসি। গোলকিপার কেইলোর নাবাসের কিচ্ছু করার ছিল না। প্রথমার্ধের শেষ লগ্নে গ্রিয়েজম্যানকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। কিন্তু মেসির পেনাল্টি দুর্দান্তভাবে আটকে নিজের দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন কেইলোর নাবাস।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন করেও ম্যাচে আর ফিরতে পারেনি বার্সা। গোলেপোস্টের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন দুর্ভেদ্য নাবাস। একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে পতনের হাত থেকে বাঁচিয়েছেন দলকে। সুযোগ পেয়েও নষ্ট করেছেন ডেমবলে, মেসি, গ্রিয়েজম্যানরা। শেষপর্যন্ত ম্যাচে আর কোনও গোল হয়নি। ২০০৪-০৫ মরশুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে থাকবেন না মেসি অথবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কেউই।