দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ খেলা চলাকালীন দুর্ঘটনার কথা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটতে দেখা যায়। কিন্তু স্টুডিওতে খেলার শো চলার সময় স্টুডিওর ভেতরেই লাইভ দুর্ঘটনার কথা বোধহয় আগে এখনও শোনা যায়নি। কিন্তু এবার এমনটাই ঘটলো। শো চলাকালীনই ভেঙে পড়ল সেট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন এফসি রেডিও-র সেটে এদিন শো চলছিল। সেই সময় ওখানে উপস্থিত ইএসপিএনের সাংবাদিকের মাথার উপর ভেঙে পড়ে সেটের একটা অংশ। কলম্বিয়ার ওই সাংবাদিকের নাম কার্লোস ওর্ডুজ।
যদিও পরে জানা যায় মারাত্মক কোনও ক্ষতি হয়নি কার্লোসের। ইএসপিএনের বিবৃতি অনুযায়ী, ওই ক্রীড়া সাংবাদিকের নাকে চোট লেগেছে তবে তা খুব একটা গুরতর নয়। কার্লোস ওর্ডুজ নিজেই স্প্যানিশে ট্যুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “গতকাল রাতের ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই আমার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভগবানের আশীর্বাদে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর আমি এখন ভাল আছি। একাধিক পরীক্ষা করা হয়েছে। নাকে আঘাত লেগেছে। তবে হাড় ভাঙেনি। এছাড়া র কোথাও কোনও আঘাত লাগেনি।
ইতিমধ্যেই ওই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একটি টক শো-এর সঞ্চালকের সাথে অংশ নিয়েছেন কার্লোস এবং কিছু ক্রীড়া বিশেষজ্ঞরা। লাইভ শো চলাকালীন ফ্রেমের বাঁ দিকে থাকা কার্লোসের মাথার ওপর আচমকাই সেটের একটা অংশ উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি ডেস্কের উপর পড়ে যান। তাঁর ওই অবস্থা দেখে হকচকিয়ে যান উপস্থিত বাকি সকলে। লাইভ শো-এর মাঝে সঞ্চালক বিজ্ঞাপন বিরতির কথা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে শো বন্ধ করে দেওয়া হয়।