দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০২১ সালের আইপিএল শুরুর আগেই এবার বড় ধাক্কা লাগল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। ছিটকে গেলেন ওপেনিং ব্যাটসম্যান জস ফিলিপি। সূত্রের খবর অনুযায়ী ব্যক্তিগত কারণে এবারের আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছেন তিনি। অ্যারন ফিঞ্চকে ছেড়ে দেবার পর থেকেই ওপেনিং ব্যাটসম্যান নিয়ে যথেষ্ট চাপ রয়েছে আরসিবি শিবিরে। অস্ট্রেলিয়ান অধিনায়ক গত মরসুমে তেমন ভাল পারফরম্যান্স দিতে না পারায় এবার আইপিএল শুরুর আগেই তাকে রিলিজ করে দেয় আরসিবি। তার বদলে অন্যতম ঘুটি ছিলেন বিদেশি খেলোয়াড় জশ ফিলিপি। যদিও ব্যাঙ্গালোরের হয়ে এখনো পর্যন্ত খুব বেশি ম্যাচে প্রদর্শন করতে দেখা যায়নি ফিলিপিকে। তবে এবার হয়তো সেই সুযোগ তার দিকে ধেয়ে আসতে পারতো।
কিন্তু তার আগেই ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন তিনি। এবারের মরসুমে নিলাম থেকেই যথেষ্ট গুছিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে ব্যাঙ্গালোর। গতবার দুরন্ত পারফরম্যান্স করেও শেষ অবধি ট্রফির শিকে ছিড়তে পারেননি কোহলিরা। আর তাই এবার নিলামের আগে যথেষ্ট ভোল পাল্টে দেওয়া হয়েছে দলের। প্রায় ১৫ কোটি টাকায় দলে অন্তর্ভুক্তি ঘটেছে মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের। যদিও গতবার তেমন ভাল পারফরম্যান্স করতে না পারার কারণেই তাকে ছেড়ে দিয়েছিল পাঞ্জাব। কিন্তু একটুর জন্য স্টিভ স্মিথকে মিস করলেও এবার ম্যাক্সওয়েলকে নতুন করে দলে টেনেছে কোহলি শিবির।
তাই কোহলি, এবিডি এবং ম্যাক্সওয়েল সম্বলিত তাদের মিডল অর্ডার যে যথেষ্ট মারকুটে এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু ওপেনিংয়ে ফিলিপির না থাকা নিশ্চয়ই যথেষ্ট ভোগাতে পারে আরসিবি শিবিরকে। অন্যদিকে তার জায়গায় দলে আনা হয়েছে নিউজিল্যান্ড দলের ক্রিকেটার ফিন অ্যালেনকে। মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও এখনও তেমন ভাবে বিরাট কোন পরিচিতি পাননি ফিন। এখনো পর্যন্ত মাত্র কুড়িটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ৫৩৭ রান। সাথে সাথেই ছটি হাফ সেঞ্চুরিও করেছেন অ্যালেন। কেরিয়ার ছোট হলেও এই মুহূর্তে যে যথেষ্ট রান রয়েছে তার ব্যাট থেকে এ নিয়ে কোন সন্দেহ নেই। ২১ বছরের এই উইকেটকিপার ব্যাটসম্যান নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলেও প্রতিনিধিত্ব করেছিলেন। এখন ফিলিপি না থাকায় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তাকে দিয়েই বাজি মারতে চাইছে ব্যাঙ্গালোর। এখন তাদের এই পরিকল্পনা কতটা ফলপ্রসূ হয় সে দিকেই চোখ থাকবে সকলের।