দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ তিনি যে এক বছর পরে কোর্টে ফিরেছেন, তা দেখে বোঝার উপায় নেই। ১৩ মাস পর র্যাকেট হাতে ফিরে সেই পুরোনো দিনের মতোই পারফরম্যান্স করলেন রজার ফেদেরার। কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সুইশ কিংবদন্তি। ২ ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ে ব্রিটেনের ডান ইভানসকে হারালেন তিনি। ২-১ সেটের ব্যবধানে ১৬ রাউন্ডের মোকাবিলায় জয় পেয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা।
শেষবার বিশ্বব্যাপী লকডাউনের আগে ২০২০ সালের অস্ট্রেলিয় ওপেনে কোর্টে নেমেছিলেন রজার। এরপর পায়ে অস্ত্রোপচার এবং অতিমারীর কারণে জনজীবন অচল হয়ে পড়লে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন টেনিস তারকা। চলতি বছরেও মেলবোর্নে তাঁকে কোর্টে নামতে দেখা যায়নি। তাই অপেক্ষার প্রহর গুনছিলেন টেনিস প্রেমীরা। সেই অপেক্ষা শেষ হল দুর্দান্ত ভাবে। টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনে ব্রিটেনের ডান ইভানসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার ফেডেরার। ম্যাচের প্রথম থেকেই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। টাইব্রেকারের মাধ্যমে প্রথম সেট জিততে হয় ফেডেক্স-কে। যদিও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ইভানস। মরিয়া লড়াই করে ৬-৩ গেমে ওই সেট জেতেন এভানস।
তৃতীয় তথা ফয়সলা নির্ধারক সেটে আবারও জ্বলে অভিজ্ঞ ফেডেরার। দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পরিশেষে ৭-৫ গেমে ওই সেট জেতে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার নিকোলোজ বাসিলাসভিলি-র বিরুদ্ধে খেলতে নামবেন রজার।দীর্ঘদিন টেনিস কোর্টের বাইরে থাকায় এইমুহূর্তে বিশ্ব ক্রমতালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছেন সুইস তারকা। কেরিয়ারে ১০৩টি খেতাব জেতা সুইশ তারকা কাতার ওপেন জিততে পারেন কিনা সেদিকে নজর রাখবে গোটা বিশ্ব।