দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল। আর সেই আইপিএলেই সকলের সঙ্গে আসর মাতাবেন বর্ষিয়ান ভারতীয় স্পিনার হরভজন সিংহ। যদিও এবার আর চেন্নাই সুপার কিংস নয়, তিনি মাঠে নামবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এটা বড় সুখবর ঠিকই কিন্তু আইপিএল শুরুর আগেই ব্যক্তিগত জীবনে আরেকটা বড় সুখবর পেলেন হরভজন। ফের বাবা হতে চলেছেন ভাজ্জি। গতকাল সোশ্যাল মিডিয়ায় সন্তানসম্ভবা স্ত্রী ও মেয়ের ছবি পোস্ট করে সমর্থকদের কথাই জানিয়েছেন তিনি।
২০১৫ সালে বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী গীতা বসরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হরভজন। বিবাহের আগে একাধিক হলিউডি ছবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। যদিও এই মুহূর্তে হরভজনের স্ত্রী হিসেবেই সমর্থকদের কাছে বেশি পরিচিত গীতা। ২০১৬ সালে প্রথমবার বাবা হন হরভজন। তার চার বছর বয়সী মেয়ের নাম হিনায়া হির পালহা। এবার হরভজন পরিবারের ফের আসতে চলেছে সুসংবাদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানানো হয়েছে কেকেআর তরফে৷ কেকেআরের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, “ভীষন সুখবর, তাদের সুন্দর পরিবারে নতুন অতিথির আগমন হরভজন এবং গীতাকে অনেক অনেক শুভেচ্ছা।”
শুভেচ্ছা জানিয়েছেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মাও। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “অসাধারণ খবর আপনাকে শুভেচ্ছা হরভজন পাজি। ঈশ্বর আপনাদের পরিবারের মঙ্গল করুন।”