দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পাঁচ বছর পর সুইডেনের জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন জুলাটান ইব্রাহিমোভিচ। মার্চ মাসে ইউরোপিয়ান জোনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য আয়োজিত ম্যাচগুলিতে সুইডেনের জাতীয় দলে তাকে ডেকেছেন সুইডেন কোচ জেন অ্যান্ডারসন। তিনি জানিয়েছেন যে এসি মিলান স্ট্রাইকারের সাথে আলোচনা করেই তাকে এতদিন পর ফের জাতীয় দলে ডাকা হয়েছে। ৩৯ বছর বয়সী ইব্রা এখনও মাঠে তার হাঁটুর বয়সী তরুণদের পাল্লা দিতে পারবেন ফিটনেসে। তার অভিজ্ঞতা বাকি সুইডিশ ফুটবলারদের উন্নতিতে সাহায্য করবেন বলেই মনে করেন অ্যান্ডারসন।
জুলাটান নিজে সোশ্যাল মিডিয়ায় নিজের জাতীয় দলে প্রত্যাবর্তনের ঘটনাকে “ঈশ্বরের প্রত্যাবর্তন” বলে উল্লেখ করেছেন। ইউরোপীয়ান ফুটবল সম্পর্কে যারা একটু-আধটু খবরাখবর রাখেন তারা ভালোই জানেন ইব্রাহিমভিচের নিজের সম্পর্কে করা বড় বড় এবং মজার উক্তিগুলি। এখন দেখার সত্যি সত্যি তিনি মাঠে ফিরে কতটা সফল হন।
এই মুহূর্তে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। এই মরশুমে তিনি লিগের খেলায় এসি মিলানের জার্সি গায়ে ১৪ টি গোলও করে ফেলেছেন। জাতীয় দলের জার্সিতে ১১৬ ম্যাচ খেলে করেছেন ৬২ টি গোল। মার্চের বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্ব ছাড়াও জুন মাসে ইউরোতেও খেলবে সুইডেন। তাদের গ্রূপে রয়েছে স্পেন, পোল্যান্ড, স্লোভাকিয়া-র মতো শক্তিশালী প্রতিপক্ষ। ২০১৮ বিশ্বকাপে জুলাটান-কে ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সুইডেন। জুলাটান ফেরায় তাদের পারফরম্যান্স কোথায় গিয়ে দাঁড়ায় সেটিই এখন দেখার।