29 C
Kolkata
Saturday, September 30, 2023
More

    প্রথম সুযোগেই সুপার্ব সূর্যকুমার,মরন বাঁচন ম্যাচে ১৮৬ রানের টার্গেট দিল ভারত!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ চতুর্থ টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় দল। ভারতীয় দলে দুটো বড় পরিবর্তন আনেন অধিনায়ক বিরাট কোহলি। চোটের কারণে বাদ পড়ায় ঈশান কিশানের জায়গায় আনা হয় সূর্য কুমার যাদবকে এবং অন্যদিকে যুবেন্দ্র চাহালের জায়গায় দলে আসেন রহুল চাহার। টসে জিতে আজও প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান। দুই ম্যাচের বিশ্রাম থেকে ফেরার পর গত ম্যাচেও সেভাবে প্রদর্শন করতে পারেননি রোহিত শর্মা। আজও ভালো শুরু করলেও ব্যক্তিগত ১১ রানের মাথায় জোফরা আর্চার এর বলে তারই হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি।

    দলের হয়ে আজ তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। আর প্রথম বলেই জোফরা আর্চারকে মাঠের বাইরে পাঠিয়ে ইনিংসের অভিমুখ সেট করে দেন তিনি। তারপর অবশ্য তার হাত থেকে রেহাই পাননি পেশার স্পিনার কেউই। তার খেলার ভঙ্গিতেই আজ ভারতের মানসিকতা বদলের ছবিটি ছিল পরিস্কার। কিন্তু আজও বড় রান উপহার দিতে পারেননি কে এল রাহুল, বেশ কিছু সময় ক্রিজে থাকলেও শেষ পর্যন্ত ব্যাক্তিগত ১৪ রানের মাথায় স্টোকসের বলে মিডঅফে ক্যাচ দেন তিনি। এরপর বেশিক্ষণ সূর্যর সঙ্গ দিতে পারেননি অধিনায়ক কোহলিও৷ ইনিংসের শুরুতেই স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়ে আদিল রশিদের বলে স্টাম্প হন তিনি। তবে অন্যদিকে লাগাতার উইকেট পতন চললেও নিজের ব্যাটিংয়ের তার প্রভাব পড়তে দেননি সূর্য। মারমুখী মেজাজ বজায় রেখে মাত্র ২৮ বলে হাফডজন বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারির সাহায্যে নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতক পূর্ণ করেন তিনি। অন্যদিকে হাত খুলতে শুরু করেছিলেন পান্থও।

    কিন্তু এরই মাঝে ৫৭ রানে সূর্যকুমারকে ফিরিয়ে ম্যাচের অভিমুখ বদলে দেওয়ার চেষ্টা করেন স্যাম কুরান। যদিও মালানের তালুবন্দি করা ক্যাচটি ছিল বেশ বিতর্কিত। তবে শুরু থেকেই আক্রমনাত্মক ছিলেন শ্রেয়াস আইয়ার। একথা স্পষ্ট ছিল যে আজ রীতিমতো বড় লক্ষ্য খাড়া করার কথাই ভাবছে ভারত। কিন্তু ব্যাক্তিগত ৩০ রানের মাথায় পান্থকে ফিরিয়ে আরও একবার ভারতকে বড় ধাক্কা দেন আর্চার। তবে আজ রানের গতি পড়তে দেননি শ্রেয়াস এবং হার্দিক। শুরুতেই সূর্য যে টোন সেট করেছিলেন আজ তা বজায় রাখার সম্পূর্ণ চেষ্টা করেন এই জুটি। কিন্তু ১৯ তম ওভারে স্টোকসের দুর্দান্ত ক্যাচে উডের বলে ১১ রানেই সাজঘরে ফেরেন হার্দিক। অন্যদিকে শ্রেয়াস মারমুখী ইনিংস খেললেও মুহুর্মুহু আঘাতে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়ে ভারত। শেষ পর্যন্ত সেই চাপেই ১৮ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন শ্রেয়াসও। কিন্তু চার মেরে শুরু করলেও একই ওভারে আউট হন সুন্দরও৷ ফলে শেষ পর্যন্ত ৮ উইকেটের বিনিময়ে ১৮৫ রানে ইনিংস শেষ করে ভারত।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...