দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মঙ্গলবার পুনেতে অনুষ্ঠিত ৩ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ওয়ান ডে-তে ইংল্যান্ডকে ৬৬ রানে পরাজিত করে ভারতীয় ক্রিকেট দল। উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং অভিষেককারী পেসার প্রসিদ্ধ কৃষ্ণা তাদের নিজ নিজ বিভাগে ভারতের জন্য শীর্ষ পারফর্মার ছিলেন। কিন্তু কালকে খেলা চলাকালীন রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ারের আঘাত ভারতীয় শিবিরকে উদ্বিগ্ন করে তুলেছে।
ইংল্যান্ডের ব্যাটিংয়ের অষ্টম ওভারে, আইয়ার জনি বেয়ারস্টোর শটে বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করার সময় ডাইভ দেন। বাউন্ডারি হওয়া বাঁচলেও শ্রেয়াস কাঁধে আঘাত পেয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। বিসিসিআই এর সূত্র অনুযায়ী শ্রেয়াসের কাঁধে ফ্র্যাকচার হয়েছে এবং সেই কারণে তাঁকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। বিসিসিআই একই আপডেটে আইয়ারের চোট সম্পর্কে লেখে, “শ্রেয়াস আইয়ার ফিল্ডিং করার সময় অষ্টম ওভারে তার বাম কাঁধের চোট পেয়েছে। তাঁকে আরো স্ক্যানের জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং পরবর্তী খেলায় কোনোভাবে অংশ নিতে পারবেননা তিনি।” এই চোটের কারনেই আসন্ন আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচেও অনুপস্থিত থাকতে পারেন শ্রেয়াস। সেক্ষেত্রে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারেন এই বছরই দলে আসা অজি তারকা স্টিভ স্মিথ।
রোহিত শর্মাও ব্যাট করার সময় মার্ক উডের একটি বিপজ্জনক ডেলিভারিতে কনুইয়ে চোট পান। ক্রিজে থাকার সময় ব্যাটসম্যানকে এটা নিয়ে খুব একটা সমস্যায় পড়তে দেখা যায়নি কিন্তু ফিল্ডিং এর সময় মাঠে নামতে পারেননি রোহিত। তবে তার চোট খুব একটা গুরুতর নয়। পরবর্তী ম্যাচগুলিতে দল রোহিতকে পেলেও পাবে না শ্রেয়াসকে। প্রথম ওয়ানডে ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে ভারত। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬শে মার্চ, শুক্রবার।