দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফের খেলার মাঠে হানা দিল করোনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,রোনালদিনহোদের মতো একাধিক স্বনামধন্য খেলোয়াড়কে কোভিড আক্রান্ত হয়ে ঘরবন্দি হতে হয়েছে। কিছুদিন আগেই ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও পড়েছেন কোভিডের কবলে। আর এবার আক্রান্ত হলেন ক্রিকেটের ভগবান লিটিল মাস্টার সচিন টেন্ডুলকার
আজ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে নিজেই একথা জানিয়ে তিনি লেখেন,”কোভিড থেকে দূরে থাকতে আমি সমস্ত রকম নিয়ম পালন করছিলাম এবং বারবারই পরীক্ষা করাচ্ছিলাম। যাই হোক সামান্য উপসর্গ সহ আমার এবারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার পরিবারের বাকি সকলেই নেগেটিভ। আপাতত চিকিৎসকদের পরামর্শ মত আমি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি।”
শচীনের এই আক্রান্ত হওয়ার খবর যথেষ্ট বড় ধাক্কা সমর্থকদের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়েছিলেন তিনি। তার মারমুখী ফর্ম আরো একবার মুগ্ধ করেছিল সকলকে। শুধু তাই নয় তার নেতৃত্বে ট্রফিও ঘরে তুলেছিল ইন্ডিয়া লেজেন্ডস। স্বাভাবিকভাবেই এই খবরে তাই মর্মাহত সকলেই।