দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতের জাতীয় দলে যোগ দেওয়া ক্রিকেটারদের প্রশংসা উড়ে এলো এবার ওয়াঘার অপর প্রান্ত থেকে। একের পর এক ভারতীয় ক্রিকেটাররা কেরিয়ারের শুরুর ম্যাচেই নিজেদের জাত চেনাচ্ছেন। ভারতের এই তরুণ ক্রিকেটারদের দক্ষতা দেখে অবাক পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। এই প্রসঙ্গে তিনি বলেছেন “যেন মনে হচ্ছে ভারত কোনও মেশিন বসিয়ে রেখেছে, যা থেকে একের পর এক ক্রিকেটার বেরিয়ে আসছে।
প্রথম ওয়ান ডে ম্যাচের দুই তারকা, ক্রুণাল পান্ডিয়া ও প্রসিদ্ধ কৃষ্ণ অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাদের দেখে প্রাক্তন পাক ব্যাটসম্যানের মনে হয়েছে এই নতুন ক্রিকেটারদের খেলা দেখে মনে হয় না তাঁরা প্রথমবার ভারতের জার্সি পরে খেলতে নামছেন। টেস্ট, একদিনের ম্যাচ কিংবা টি সবে ফরম্যাটেই নতুনরা যথেষ্ট সাবলীল।
অস্ট্রেলিয়া সফরে তিন ধরনের ক্রিকেটেই সফল হয়েছিলেন সেই সিরিজেই তিন ফরম্যাটে অভিষেক হওয়া টি নটরাজন। এরপর একে একে ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর বা ঈশান কিশান, ক্রুণাল পাণ্ড্য ও প্রসিদ্ধ কৃষ্ণরাও নিজেদের জাত চেনাচ্ছেন। ইনজির মতে, এরা দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বার্তা দিচ্ছে, দলে নিশ্চিত হতে গেলে গেলে নিজেদের সেরাটা দিতে হবে। সেইসঙ্গে প্রাক্তন পাক অধিনায়কের মতে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণরাও ভাল খেলতে থাকায় দলের শক্তি অনেকটাই বেড়ে যাচ্ছে। গত ছয় মাসে ভারতের অসাধারণ খেলার কারণ সেটাই।