দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ খুশির খবর ভেসে এলো ভারতীয় ফুটবল ভক্তদের জন্য। করোনা ভাইরাসের কবল থেকে মুক্তি পেলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। নিজেই খবরটি টুইট করে জানালেন সুনীল। ১১ মার্চ টুইটারে সুনীল জানিয়েছিলেন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ। আর ২৮ তারিখ জানালেন সমস্ত নিয়ম মেনে চলার পর তাঁর শেষ করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
টুইটে নিজের রোগমুক্তির সঙ্গে সঙ্গে আফশোস প্রকাশ করলেন জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারার না। তিনি ফুটবলকে মিস করছেন বলে জানিয়েছেন। শেষে তিনি নিজে করোনা মুক্ত হলেও বার্তায় দেশের সবাই কোভিড বিধি মেনে চলার অনুরোধ করেছেন তিনি।
করোনায় সংক্রমিত হওয়ায় দুবাইয়ে জাতীয় শিবিরে অংশগ্রহণ করতে পারেননি তিনি। সেখানে ভারতীয় দল ওমান ও সংযুক্ত আবর আমিরশাহীর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামছে। সুনীলকে ছাড়াই ওমানের বিরুদ্ধে ২৫ তারিখের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ভারত। দ্বিতীয় ম্যাচ ২৯ তারিখ সোমবার। আরব আমিরশাহির মুখোমুখি হবে ভারত।