দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত বনাম ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটিও পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে খেলা হয়েছে। এর আগে দুই দলের মধ্যে খেলা হওয়া সিরিজের প্রথম দুটি ম্যাচের পর সিরিজ ১-১ ছিল। এই ম্যাচে ইংলিশ অধিনায়ক জশ বাটলার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত প্রথমে ব্যাট করে হার্দিক পাণ্ডিয়া আর ঋষভ পন্থের দুর্দাত হাফসেঞ্চুরির সৌজন্যে ১০ উইকেট হারিয়ে ৩২৯ রান তোলে। এরপর রূদ্ধশ্বাস ম্যাচে শার্দূল ঠাকুর আর ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ভারত এই ম্যাচ ৭ রানের ব্যবধানে জিতে নেয়। কিন্তু বেশ কয়েকটি ব্যাপার নিয়ে খুশি নন কোহলি। সিরিজের তৃতীয় ম্যাচ জেতার পর ২-১ ফলাফলে সিরিজ জেতা নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশনে খোলাখুলি কথা বলে জানিয়েছেন তার মতামত।
বিরাটের আপত্তি ওয়ান ডে সিরিজের ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য সিরিজের নির্বাচন নিয়ে। বিরাট কোহলি নিজের মতামত জানিয়ে বলেন যে তিনি খানিকটা আশ্চর্য হয়েছেন শার্দূল ঠাকুর ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পায়নি আর অন্যদিকে ভুবনেশ্বর কুমারকেও ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়নি বলে। বোলারদের জন্য চরম প্রতিকূল পরিস্থিতিতে দুর্দান্ত বোলিং করার জন্য ওই দুজনের এই পুরস্কার প্রাপ্য ছিল বলেই মনে করেন তিনি। তার প্রসিদ্ধ আর ক্রুণাল পান্ডিয়ার বোলিংয়েরও প্রশংসা করেছেন তিনি।
এরপর বিরাট কালকের ম্যাচ সম্পর্কে আরও যোগ করেছেন, “ডেথ ওভারগুলিতে আমাদের ব্যাটিং খুবই ভালো হয়েছে। শুরুতে উইকেট হারিয়ে না ফেলে যদি উপরের তিনজন ব্যাটসম্যানের একজন সেঞ্চুরি করতে পারতেন তো নিশ্চিতভাবেই আমাদের স্কোর ৩৭০ বা ৩৮০ হত। বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে জয় এসেছে, যা খুবই আনন্দের। এরপর আমাদের পরবর্তী ফোকাস আইপিএলের উপর রয়েছে।”