দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সাম্প্রতিক সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কুলদীপের। অস্ট্রেলিয়া সিরিজে একবারও মাঠে নামার সুযোগ পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচে সুযোগ পেলেও বাজে পারফরম্যান্সের কারণে তৃতীয় ম্যাচে বাদ পড়েন। দুটি ম্যাচেই প্রচুর রান খরচ করার জন্য ভক্তদের কাছ থেকে সমালোচনাও শুনতে হচ্ছে প্রতিনিয়ত। তবে কলকাতা নাইট রাইডার্সের সদস্য জানিয়ে দিয়েছেন সকলের সমালোচনাকেই তিনি অতটা পাত্তা দেন না।
ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর সাক্ষাৎকারে কুলদীপ মন্তব্য করেছেন, “বাজে কথায় আমি কান দিই না। নিজের বোলিং-কে যথাসম্ভব নিখুঁত করে তোলাই আমার কাজ। নিয়মিত মাঠে নামতে হলে ব্যাটসম্যানের পক্ষে আমাকে বোঝা সহজ হয়ে যাবে। তখনই আমাকে উন্নতি করতে হবে। তাই রোজই বোলিংয়ে কিছু না কিছু বদল আনার চেষ্টা করে থাকি। তবে এত বিশ্লেষণ সত্ত্বেও ব্যাটসম্যান ঠিক রান খুঁজে নেয়। সেই সময়টাই বোলারদের পক্ষে চিন্তার।”
তবে সরাসরি স্বীকার না করলেও বারবার দল থেকে বাদ পড়লে মনঃসংযোগে যে অভাব তৈরি হয়, তা কার্যত মেনে নিয়েছেন কুলদীপ। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার আরও বলেছেন যে নিয়মিত খেললে লাইন-লেংথের ব্যাপারে একটা সুন্দর আইডিয়া তৈরি হয়ে যায়। যা পরবর্তীতে কাজে লাগে। কিন্তু দীর্ঘদিন বাইরে থাকার পর ফিরলে চেনা পরিবেশেও মানিয়ে নেওয়া কঠিন।