দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মহম্মদ সালাহর সাথে দেখা হচ্ছে না সার্জিও র্যামোসের। পরের সপ্তাহে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। সেখানে কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। পেশীর চোটে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই পর্ব থেকেই ছিটকে গিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। যা নিঃসন্দেহে বড় ধাক্কা জিদানের কাছে।
২০১৮ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। সেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের র্যামোসের রাগবি ট্যাকেলে কাঁধে মারাত্মক চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সালাহ। ইজিপশিয়ান তারকা নিজে অবশ্য সেই পুরোনো বিতর্কের আগুনে ঘি ঢালতে চান না। তবে মুখে কিছু না বললেও র্যামোসের চোটে যে বেশ খানিকটা সুবিধাই হবে লিভারপুলের তাতে সন্দেহ নেই।
আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে খেলতে গিয়েই চোটে পড়েছেন র্যামোস। কসোভোর বিরুদ্ধে ম্যাচের আগে সেই চোট পেয়েছেন, পরে নিজেই সে খবর নিশ্চিত করেছেন ইন্সটাগ্রামে। বলেছেন, এমন একটা সময়ে দলের হয়ে খেলতে না পারা তাকে ভীষণভাবে পোড়াচ্ছে। শুধু লিভারপুলের বিপক্ষে ম্যাচ নয়, ১১ এপ্রিল এল ক্লাসিকোতেও মাঠে নামা হচ্ছে না তার। মনে করা হচ্ছে এপ্রিলের প্রথম দুই সপ্তাহই নির্ধারণ করে দেবে চলতি মরশুমে রিয়াল আদেও কোনও ট্রফি ঘরে তুলতে পারবে কিনা