দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০১৩-১৪ মরশুমে অবনমন হতে হয়েছিল মোহামেডানকে, তারপর দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৯-২০ এর দ্বিতীয় ডিভিশন আই লিগ জিতে আবার আই লিগে পা রাখে মোহামেডান।
আই লিগে বাংলা থেকে একমাত্র দল খেলছিল মোহামেডান। মহামেডান অনেক আশা নিয়ে শুরু করেছিলো এবারের মরশুম। কিন্তু দলের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি, ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করতে হয়েছে মোহামেডানকে।
কিন্তু এর মধ্যেও মোহামেডানের লেফট ব্যাক হীরা মণ্ডল আই লিগের সেরা একাদশের স্থানটি অর্জন করেছেন। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার ১৪ টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন দুটি পাশাপাশি গোলও করিয়েছেন, বলতে গেলে খেটে খেলেছেন সারা মরশুম।
দলে পেদ্রো মানজির মত বিদেশি থাকতো মোহামেডানের একমাত্র খেলোয়াড় হিসেবে লিগের সেরা একাদশে নাম নিযুক্ত হয়েছে তার, শুধু একমাত্র মোহামেডানের প্লেয়ার নয় একমাত্র বাঙালি হিসেবেও তার নাম নিযুক্ত হয়েছে এই তালিকায়।