দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করার পর নতুন কোচ হিসেবে টমাস টুচেলকে নিয়োগ করার পর থেকেই দুর্দান্ত ফর্মে দেখা যাচ্ছিল চেলসি-কে। একের পর এক ম্যাচে জয় তুলে নিচ্ছিলো তারা। তবে এতদিন অপরাজিত থাকলেও অবশেষে আজ সেই যাত্রা থামলো। আজ ওয়েস্ট ব্রমেউইচ অ্যালবিয়নের বিপক্ষে ৫-২ গোলের বিশাল পরাজয় বরণ করতে হয়েছে তাদের।
এই ম্যাচে চেলসিকে হারানোর নায়ক হচ্ছেন ওয়েস্ট ব্রমের ব্রাজিলিয়ান তারকা ম্যাথিউস পেরেইরা। ওয়েস্ট ব্রমের ৫টি গোলের চারটিই এসেছে তার পাঁ থেকে। ম্যাচের ২৭ মিনিটে চেলসির আমেরিকান তারকা পুলিসিচের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জোড়া গোল করে ওয়েস্ট ব্রমকে লিড এনে দেন পেরেইরা। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এবং চতুর্থ মিনিটে গোল করেন তিনি।
এরপর ৬৩ মিনিটে তৃতীয় গোলটি পায় ওয়েস্ট ব্রম। ওয়েলস তারকা কলাম রবিনসন করেন গোলটি। ৬৮ মিনিটে পেরেইরার পাস থেকে দলের চতুর্থ গোলটি করেন ডিগনে। এই জয় চেলসির কাছে বেশ বড় ধাক্কা। সামনেই চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের। এই হারের প্রভাব যাতে সেই ম্যাচে না পরে এমনটাই চেষ্টা করবেন ব্লুজ-দের জার্মান কোচ টমাস টুচেল।