দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতবারের পুরো আইপিএলটা বেঞ্চে বসেই কাটিয়েছেন। খেলার সুযোগ না পাওয়ায় নিজেকে প্রমাণ করার সুযোগ মেলেনি। তবে এইবার পরিস্থিতি বদলাতে পারে ঈশান পোরেলের জন্য। বাংলার সামি-র সাথেই বোলিং ওপেন করতে দেখা যেতে পারে তাকে। নিজের পরবর্তী লক্ষ্যও ঠিক করে রেখেছেন বঙ্গ পেসার। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলীর উইকেট পেতে চান ঈশান পোড়েল।
শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৪ তম সংস্করণ। সেখানে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন ঈশান। অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে বিরাটদের সফর সঙ্গী হলেও চোটের কারণে ফিরে আসতে হয় সফরের মাঝপথেই। তা না হয়তো অস্ট্রেলিয়াতেই জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগও সামনে চলে আসতো, একাধিক পেসারের ইনজুরি থাকায়। তবে সেসব নিয়ে আক্ষেপ থাকলেও আইপিএলে ভারত অধিনায়কের উইকেট পেতে মরিয়া ঈশান।
তবে শুধু বিরাট নয়, রোহিত শর্মার উইকেট পেতেও মরিয়া বাংলার এই পেসার। আপাতত তার বলে সুইংয়ের অভাব পূরণের জন্যই খাটছেন ঈশান। এই অস্ত্রেই ভারত অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখাতে চান কিনা তা স্পষ্ট না করলেও ঈশান বলেন, ‘‘এতদিন পিচের বাউন্সকে কাজে লাগিয়েই উইকেট পেয়েছি। সিম করাতে পারতাম। কিন্তু হাতে খুব একটা ভালো সুইং ছিল না। বলে সেরকম গতিও ছিল না। অনুশীলনে এই দিকগুলোয় নজর দেওয়ার চেষ্টা করছি।’’