দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রাজস্থান রয়্যালসের অধিনায়ক নির্বাচিত হওয়ার খবর পেয়েই অবাক হওয়ার সাথে সাথে আনন্দিতও হয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে তাঁর নাম সরকারি ভাবে ঘোষণা হওয়ার পর ভারতীয় দলের সিনিয়র তারকা ক্রিকেটাররা তাকে অভিনন্দন জানিয়েছেন। বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার মতো তারকাদের পাঠানো শুভেচ্ছাবার্তা তাঁকে মানসিক ভাবে উদ্দীপ্ত করেছে। এমনটাই জানিয়েছেন সঞ্জু।
এই মরশুমের আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির মতোই ঋষভ পন্থের মতোই সঞ্জুও অধিনায়কত্বের সাথে সাথে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন। তবে সেই নিয়ে চিন্তিত নন সঞ্জু। নিজের দল ও খেলা নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘‘আমার মনে হয় একজন উইকেট রক্ষকই সবচেয়ে ভালভাবে গোটা মাঠ দেখতে পায়। তাই সঠিক সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়। বাইরে থেকে দেখে মনে হয় অনেক দায়িত্ব সামলাতে হচ্ছে কিন্তু আসলে বিশাল কঠিন কাজ নয়। আমার মনে হয় উইকেট রক্ষকের অধিনায়কত্ব করা অনেক সহজ।’’
গত মরশুমের হাড্ডাহাড্ডি আইপিএলে শেষ ম্যাচ অবধি প্লে অফের দৌড়ে ছিল রাজস্থান। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে দুর্ভাগ্যজনক ভাবে লিগ তালিকায় একেবারে তলায় শেষ করেছিল তারা। তবে এবার আর আগেরবারের ভুলের পুনরাবৃত্তি হবে না বলেই জানালেন রাজস্থান অধিনায়ক। ব্যাট, বল বা ফিল্ডিং সব ক্ষেত্রেই দলে অসাধারণ ভারসাম্য রয়েছে বলে মনে করেন সঞ্জু। দলের কাছ থেকে ভয়ডর হীন ক্রিকেট উপহার আশা করছেন তিনি।