দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রবিবারের মহাম্যাচে চলতি প্রতিযোগিতায় প্রথমবারের জন্য নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ইয়ন মরগ্যানের দলের সামনে প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে নামার আগে দুই দলই নিজেদের টিমের মধ্যে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলেছে। তার ওপর ভিত্তি করেই বেছে নেওয়া হবে আজকের প্রথম একাদশ।
সানরাইজার্স দলের প্রথম একাদশ কেমন হচ্ছে তা নির্ভর করবে ওপেনার হিসাবে ওয়ার্নারের পার্টনারের ওপর। বেয়ারস্টোকে খেলানো হলে একজন বিদেশি অলরাউন্ডারকে মিডল অর্ডারে খেলানোর সুযোগ হারাবে তারা। মিডল অর্ডার শক্তিশালী করতে গেলে ওপেনিংয়ে ওয়ার্নারের সাথে ঋদ্ধিমানকে খেলাতে পারেন তারা। অপরদিকে নতুন মরশুমে নাইটদের ওপেনিং জুটি কেমন হবে তা জানা নেই। তবে সাকিব ফেরায় দলের ব্যাটিংয়ে গভীরতা বাড়বে। সাকিবের সাথে রাসেল, মরগ্যান এবং কামিন্স হতে পারেন তাদের চার বিদেশি। নজর থাকবে গতবারের আইপিএলে নজরকাড়া বোলার বরুণ চক্রবর্তীর ওপরেও।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ:-
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (কিপার), কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, মহম্মদ নবী, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, নটরাজন, সন্দীপ শর্মা
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ;-
শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (কিপার), সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, নাগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী