দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে নাইটরা। অপরদিকে শেষ কয়েকবছরের ধারা বজায় রেখে প্রথম ম্যাচে হেরেই শুরু করেছে মুম্বাই। যদিও দুই দলের সাক্ষাতে পরিসংখ্যানের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে মুম্বাই।
কেকেআরের প্রথম একাদশে ছিল না কোনও পরিবর্তন। আগের ম্যাচের ১১ জনকেই আজও মাঠে নামিয়েছিল তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের দলে ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। গত ম্যাচে ভালো পারফরম্যান্স করা লিনের বদলে প্রথম একাদশে ফিরেছিলেন ডি কক। টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠান মরগ্যান।
ডি ককের জন্যই সম্ভবত দুই প্রান্তে স্পিনার দিয়ে বোলিং শুরু করে কেকেআর। ফলস্বরুপ দ্বিতীয় ওভারেই বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফেরেন ডি কক। এরপর মুম্বাই ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা। পাওয়ার প্লে-এর শেষ ওভারে প্রথমবার পেসার ব্যবহার করেন মরগ্যান। আক্রমণাত্মক ব্যাটিং করে ৩৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার। কিন্তু এরপর সাকিবের বলে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট খোয়ান স্কাই। ৩৬ বলে ৫৬ করে ফেরেন তিনি। তার পরের ওভারেই ঈশান কিষান-কে ফেরত পাঠান কামিন্স। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের রানের গতি একটু স্লথ হয়ে পড়ে। ১৬ তম ওভারে ৩২ বলে মাত্র ৪৩ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। এরপর রাসেল ও কৃষ্ণার দাপটে দ্রুত ফিরে যান হার্দিক ও পোলার্ড। শেষদিকে কিছুটা চালিয়ে খেলে মুম্বাইকে ১৫০ অবধি পৌঁছে দেন ক্রুনাল। কিন্তু রাসেলের দুর্দান্ত ডেথ বোলিংয়ের শিকার হয়ে ফেরেন তিনি। অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন রাসেল। কিন্তু ডেথে ২ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে নাইটদের বোলিংয়ে হিরো হন রাসেল-ই।