দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আর মাত্র তিন মাস, তারপরেই ৪০ বছরে পা দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু গত আইপিএল থেকে তাঁর ব্যাটে বড় রান নেই। এ বার চেন্নাই সুপার কিংস তিনটি ম্যাচ খেলে ফেললেও এখনও ধোনির সেই ধামাকা দেখতে পাননি ভক্তরা। অনেকে এমনও দাবি করেছেন যে ধোনি যেই বয়সে আইপিএলে ফর্ম হারাতে শুরু করেছেন, সৌরভ-সচিনরা সেই বয়সেই আইপিএল খেলা শুরু করেছিলেন। তবে কি তরুণ বয়সে আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন বলেই আইপিএলে ধোনির পরিসংখ্যান এত সমৃদ্ধ?
অবশ্য এসব দাবি মানতে নারাজ ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। এসব কথা নিয়ে যেমন তিনি চিন্তিত নন, তেমনই ধোনির ব্যাটিং নিয়েও চিন্তিত নন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক। ব্রায়ান লারার দাবি সিএসকে-র ব্যাটিং গভীরতা রয়েছে। তাই ধোনি বিশ্রাম নিলেও অসুবিধা হবে না। তবে ফিনিশারের রোলের বদলে ধোনিকে ৩ বা ৪ নম্বরে ব্যাট করতে দেখতে চান তিনি।
এখনও পর্যন্ত তিন ম্যাচে ধোনির সর্বোচ্চ ১৭ বলে ১৮ রান। সেটা এসেছে সোমবারের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। যদিও প্রথম ৬ বলে রান করতে পারেননি তিনি। তবুও ধোনির পাশে দাঁড়িয়ে লারা বললেন, “ধোনি এখনও অনেক ফিট। ও দারুণ কিপিং করছে। যদিও সবাই ওর কাছ থেকে বড় রান দেখতে চায়। সেটা স্বাভাবিক। আমার মনে হয় এটা নিয়ে এত চিন্তার কারণ নেই। কারণ সিএসকে-র ব্যাটিংয়ে অনেক গভীরতা আছে। তাই ধোনি যদি বিশ্রাম নেয় তাহলেও ক্ষতি নেই। আমার ধারণা সবাই খুব শীঘ্রই ধোনির ব্যাটিং ঝড় দেখতে পাবে।”