দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের অত্যন্ত উত্তেজক ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই পরপর ম্যাচ জিতে দুর্দান্ত জায়গায় রয়েছে। চেন্নাইয়ের শুরুটা একটু বাজে হলেও তারা ছন্দে ফিরতে সময় নেয়নি। ব্যাট হাতে দু প্লেসিস, রায়না এবং বল হাতে দীপক, এনগিডিদের সাথে স্যাম ক্যারান, মঈন আলী, জাদেজাদের অলরাউন্ড পারফরম্যান্স ভারসাম্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে চেন্নাইয়ের। আজকের ম্যাচ জিতে জয়ের ধারা অব্যহত রাখতে চাইবে তারা।
অপরদিকে আইপিএলের ইতিহাসে নিজেদের সেরা স্টার্ট করেছে কোহলির ব্যাঙ্গালোর। ব্যাট হাতে দেবদত্ত, ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স, কোহলির নিজের আগুনে ফর্মের সাথে সাথে বল হাতে হর্ষল, সিরাজদের আগুনে ফর্ম। প্রতি ম্যাচেই নতুন কেউ নায়ক হচ্ছেন। টানা চারটি ম্যাচে দুর্দান্ত দলগত পারফরম্যান্স। সব মিলিয়ে এইবারের আইপিএলে অত্যন্ত বিপজ্জনক দেখাচ্ছে তাদের। দুই দলেরই প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:-
ঋতুরাজ গায়কোয়াড, ফ্যাফ দু-প্লেসিস, রায়না, মঈন আলী, ধোনি, রায়ডু, জাদেজা, স্যাম ক্যারান, লুঙ্গি এনগিডি, শার্দূল ঠাকুর, দীপক চাহার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ:-
দেবদত্ত পাডিকল, বিরাট কোহলি, ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, কেন রিচার্ডসন, হর্ষল প্যাটেল, সিরাজ, চাহাল