29 C
Kolkata
Saturday, September 30, 2023
More

    হাড্ডাহাড্ডি ম্যাচে এক রানের জয় ব্যাঙ্গালোরের

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। অশ্বিন চলে যাওয়ার পর আজকে দিল্লির হয়ে চলতি মরশুমে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইশান্ত শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও ছিল দুইটি পরিবর্তন। নভদিপ সাইনি এবং ড্যান ক্রিশ্চিয়ানের বদলে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন রজত পাতিদার এবং ড্যানিয়েল স্যামস। টসে জিতে ব্যাঙ্গালোরকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিষভ পন্থ।

    আজকে শুরুতে হতাশ করে আরসিবির টপ অর্ডার। কিছুটা লড়াই করেন ম্যাক্সওয়েল। কিন্তু চেন্নাই ম্যাচের মতোই নিজের সুন্দরভাবে শুরু করা ইনিংসকে বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হন তিনি। একা কুম্ভ হয়ে আরসিবির ইনিংস-কে টানেন এবি ডিভিলিয়ার্স। তাকে কিছুটা সাহায্য করেন রজত পাতিদার। কিন্তু মূলত ডিভিলিয়ার্সের ৩ টি চার ও ৫ টি ছয় সহযোগে সাজানো ৪২ বলে ৭৫ রানের ইনিংসের দৌলতে ১৭১ রানে পৌঁছয় ব্যাঙ্গালোর। দীর্ঘদিন পরে দলে ফিরে দুরন্ত বোলিং করে একটি উইকেট তুলে নেন ইশান্ত শর্মা। মার্কাস স্টোইনিসকে বাদ দিলে একটি করে উইকেট পেয়েছেন দিল্লির প্রতি বোলার।

    রান তাড়ার শুরুটা একেবারেই ভালো হয়নি দিল্লির। ফর্মে থাকা ওপেনার ধাওয়ান-কে ৬ রানের মাথায় ফিরিয়ে দেন কাইল জেমিসন। এরপর দ্রুত ফিরে যান পৃথ্বী এবং স্টিভ স্মিথও। অন্যান্য দিনের তুলনায় অনেক ধীরগতিতে ২১ রান করে হর্ষল প্যাটেলের শিকার হন পৃথ্বী। এরপর সেট হয়ে যাওয়া মার্কাস স্টোইনিস-কেও ব্যাক্তিগত ২২ রানে ফিরিয়ে দেন পার্পেল ক্যাপের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা হর্ষল। একদিক দিয়ে উইকেটে সজাগ হয়ে দাঁড়িয়ে দায়িত্বপূর্ন ইনিংস খেলছিলেন পন্থ। স্টোইনিসের পর নেমে আক্রমণাত্মক ব্যাটিং করে লড়াইটা শত্রুশিবিরে নিয়ে যান হেটমায়ার। দুরন্ত ব্যাটিং করে পন্থের চেয়ে অনেক পিছিয়ে থাকা অবস্থায় থেকেও তাকে টপকে অর্ধশতরান সম্পূর্ণ করে নেন হেটমায়ার। কিন্তু উল্টোদিকে পন্থ ব্যাটিং করছিলেন অস্বাভাবিক ধীরগতিতে। ৪৫ বলে নিজের অর্ধশতরান সম্পুর্ণ করেন দিল্লি অধিনায়ক। শেষ বলে তখন দিল্লির জয়ের জন্য প্রয়োজন ৬ রানের। কিন্তু শেষ মরিয়া চেষ্টা করেও ছয়ের বদলে চার রান পান সিরাজ। হাড্ডাহাড্ডি ম্যাচে ব্যাঙ্গালোর জয় পায় এক রানের ব্যবধানে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...