দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। দুই দল টুর্নামেন্টে অবস্থান করছিল সম্পূর্ণ ভিন্ন মেরুতে। পরপর ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ছিল চেন্নাই। অপরদিকে টানা ম্যাচ হারের ধাক্কায় জেরবার ছিল হায়দরাবাদ। আজ তাদের দলে ছিল দুটি পরিবর্তন। সন্দীপ শর্মা এবং মনীশ পান্ডে পুনরায় সুযোগ পেয়েছিলেন দলে। অপরদিকে চেন্নাইয়ের প্রথম একাদশে ফের ডাক পেয়েছিলেন ফর্মে থাকা মঈন আলি এবং লুঙ্গি এনগিডি। টসে জিতে প্রথমে ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নেন ওয়ার্নার।
সানরাইজার্স ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। দুর্দান্ত ফর্মে থাকা জনি বেয়ারস্টো-কে ফেরত পাঠান নতুন বল হাতে বিপজ্জনক দেখানো লুঙ্গি এনগিডি। রানের গতি তাই বেশ খানিকটা কমে যায় শুরুতেই। এরপর ধীরে ধীরে সানরাইজার্সের ইনিংস-কে এগিয়ে নিয়ে যান ডেভিড ওয়ার্নার এবং মনীশ পান্ডে। ৫০ বল খেলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন ওয়ার্নার। উল্টোদিকে ৩৭ বলে নিজে ৫০ এর গন্ডি ছুঁয়েছিলেন মনীশ। এরপর শেষদিকে মারকাটারী ১০ বলে ২৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দলের স্কোরকে ১৭১এ পৌঁছে দেন কেন উইলিয়ামসন।
এরপর চেন্নাইয়ের ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড এবং ফ্যাফ দু প্লেসিস। আরও একবার তাদের পার্টনারশিপ সহজেই পঞ্চাশের গন্ডি ছুঁয়ে ফেলে পাওয়ার প্লে-তেই। এরপর শতরানের গন্ডি ছুঁতেও বেশি সময় লাগেনি তাদের। মারকাটারী ৭৫ রান করে যখন ঋতুরাজ রশিদ খানের বলে বোল্ড হন, তখন খেলা কার্যত শেষ হয়ে গিয়েছে। কিন্তু তাও ১৫ তম ওভারের শেষ দুই বলে দু প্লেসিস-কে ৫৬ এবং মঈন আলীকে ১৫ তে ফিরিয়ে দিয়ে চেন্নাই শিবিরে পরপর জোড়ালো আঘাত হানেন রশিদ খান। শেষপর্যন্ত চেন্নাইকে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয় রবীন্দ্র জাজেদা এবং সুরেশ রায়নার জুটি। ৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় চেন্নাই।