দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এই মুহূর্তে অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাব কিংস অধিনায়ক কে এল রাহুল। জানা গিয়েছে তার অস্ত্রোপচার করা হবে। ফলে গোটা টুর্নামেন্টেই হয়তো তাকে আর পাবে না প্রীতি জিন্টার দল। কিন্তু প্রশ্ন হল তাহলে রাহুলের পরিবর্তে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কে ওপেনিং করবেন?
প্রীতি জিন্টার দলে ক্রিস গেইল ও ডেভিড মালানের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান রয়েছেন। এর আগে আইপিএলে ওপেন করেই সবচেয়ে সফল গেইল। যদিও পার্ট-টাইম অধিনায়ক মায়াঙ্ক এখনই এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেননি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর সেটা জানিয়ে দিলেন।
সাংবাদিক সম্মলেন ময়াঙ্ক বলেন, “ক্রিস গেইল এবং মালানের জুটি ভাল বিকল্প হতেই পারে। তবে এখনই এই ব্যাপার নিয়ে কোনও আলাদা পরিকল্পনা নেওয়ার কথা ভাবা হয়নি। ভবিষ্যতে ভেবে দেখা যেতে পারে। দিল্লির বিরুদ্ধে ১০-১৫ রান বেশি হলে ম্যাচ আমাদের হাতে থাকত।”