দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্লাজা-কিংসলের পর আগামী মরশুমের জন্যে তৃতীয় বিদেশী ঠিক করে ফেললো মহামেডান, সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী নেপালের জাতীয় দলের স্ট্রাইকার অভিষেক রিজাল হতে চলেছেন সাদা কালো ব্রিগেডের এশীয় কোটার বিদেশী l
কাতসুমি ইউসা, কোমরন তুরসনভ থেকে শুরু করে চেঞ্চর মতো অনেক ফুটবলারের নামই জোড়া হচ্ছিলো মহামেডানের সাথে, কিন্তু শেষ পর্যন্ত কর্তারা ভরসা দেখালেন এভারেস্টের দেশের এই স্ট্রাইকারের উপর l সিআর সেভেনের ভক্ত অভিষেক মূলত স্ট্রাইকার হলেও, উইংয়েও সমান স্বাচ্ছন্দ্য।
নেপাল পুলিশ, মানাং মারশায়াংদি ক্লাব, মাচিন্দ্রা ফুটবল ক্লাব এবং জেজে ফুটবল ক্লাবে খেলা বছর কুড়ির অভিষেক এএফসি কাপে গোল করা প্রথম নেপালি ফুটবলার l জাতীয় দলের হয়েও চার ম্যাচ খেলে একটি গোল আছে তাঁর ঝুলিতে l
বছর কয়েক আগে নেপালের আরেক ফুটবলার বিমল ঘাতরি মাগারকে মোহনবাগানের হয়ে আই লিগে দেখা গিয়েছিল l বিমল মেরিনারদের নৌকার হাল ধরতে ব্যার্থ হয়েছিলেন, এখন দেখার তাঁর দেশোয়ালি ভাই অভিষেক ব্ল্যাক প্যান্থারদের হয়ে গর্জে উঠতে পারেন কিনা l