দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গোটা বিশ্ব জুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। সেই আতঙ্কের হাত থেকে এবার রেহাই পেল না বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গও। এভারেস্ট বেস ক্যাম্পের ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চলতি বছরের এপ্রিল মাসে প্রথমবার গোরখশেপে এক বিদেশি পর্বতারোহীর শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। বর্তমানে নেপাল সরকার জানাচ্ছে, বেস ক্যাম্পে ৪ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। যদিও সেই দাবি মানতে নারাজ অভিযাত্রীরা। তাদের মতে এই মুহূর্তে বেস ক্যাম্পে করোনা আক্রান্তের সংখ্যা ৩০।
করোনা অতিমারীর কারণেই ২০২০ সালে এভারেস্টে অভিযানের অনুমতি দেওয়া হয়নি। ফলে বিশাল বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয় নেপাল সরকার। সেই কারণেই এই বছর রেকর্ড সংখ্যক পর্বতারোহীকে অভিযানের অনুমতি দেয় নেপাল সরকার। কিন্তু চলতি বছরে অভিযান শুরু হওয়ার পর থেকেই একের পর এক অভিযাত্রীর করোনায় আক্রান্তে হওয়ার খবর আসতে থাকে। পোল্যান্ডের পর্বতারোহী পল মাইকেলস্কি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করে কাটমান্ডু নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে তাঁদের ফুসফুসের সমস্যা ছিল। পরে করোনা সংক্রমণ ধরা পড়ে’।
এরমধ্যে রয়েছেন একজন বাঙালি পর্বত আরোহীও। কিন্তু নেপাল সরকার করোনা সংক্রমণের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। গত বছর পর্যটন শিল্প বাবদ নেপালের মূল আয়ের জায়গাটি বড় রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইজন্যই কি সব জেনে বুঝেও এই উদাসীনতা? প্রশ্ন উঠছে।