দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল ক্রুভিলারো দুই বারের ইন্ডিয়ান সুপার লিগ (ISL) চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসির সাথে 2020-21 মরশুমের জন্যে চুক্তি নবিকরন করেছেন।
ক্লাবের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে রাফায়েল জানিয়েছেন, “চেন্নাইয়িন এফসির হয়ে খেলা চালিয়ে যেতে পেরে আমি খুবই খুশি। গত মরশুমের দুর্দান্ত প্রদর্শনের পর আমি নিজেও দলের সাথে থাকতে চেয়েছিলাম।”
এই 31 বছর বয়সী এই ফুটবলার গত মরশুমে চেন্নাইয়িনকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আইএসএলে তার প্রথম মরশুমে সাতটি গোল করার পাশাপাশি আটটি গোল করতে সহায়তাও করিয়েছিলেন।