দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এখনও জানা নেই আইপিএল ২০২১-এর অবশিষ্ট অংশ আয়োজিত হবে কবে। তবে আয়োজিত হলেও বাকি ম্যাচগুলিতে পাওয়া যাবে না নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটাররা। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।
আইপিএল কর্তৃপক্ষর তরফ থেকে নির্দিষ্ট দিন জানানো না হলেও সেপ্টেম্বরে ফের আইপিএল শুরুর করার চিন্তা ভাবনা করেছিল বিসিসিআই। তবে সেই সময় ঠাসা ক্রীড়াসূচির কারণে ইংরেজ ক্রিকেটারদের পাওয়া যাবে না বলে আগেই ঘোষণা করেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা এবং প্রাক্তন স্পিনার অ্যাশলে জাইলস। একই কারণে যোগ দেবেন না কেন উইলিয়ামসন, লকি ফার্গুসনরা। পাকিস্তানের বিরুদ্ধে প্রায় একই সময় একদিনের সিরিজ থাকায় ইচ্ছে থাকলেও আইপিএল খেলতে পারবেন না রশিদ খান, মহম্মদ নবিরাও।
সেপ্টেম্বর মাসে দুই দেশই যোগ দেবে পাকিস্তান বিরুদ্ধে সিরিজে। বাবর আজমদের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। পাকিস্তানের সঙ্গেই তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে আফগানিস্তানের। তাই তাঁরাও যোগ দিতে পারবেন না আইপিএল-এ। সেপ্টেম্বরে আইপিএল হলে খেলতে পারেন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তবে এতজন তারকা ক্রিকেটার ছাড়া আইপিএল আদেও আয়োজন করা হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়।