দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি আছে আরও এক মৌসুম। কিন্তু মেসি চুক্তির শেষ হওয়ার আগেই বার্সা ছাড়তে চান। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের পর হতাশাগ্রস্ত তিনি। তাকে কেনার ব্যাপারে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান আগ্রহী বলে শোনা যাচ্ছে।
তবে প্রাক্তন লিভারপুল ফুটবলার এবং ফুটবল বিশ্লেষক গ্রায়েম সুইনেস মনে করছেন, শুধু ম্যানসিটি নয় ম্যানচেস্টার ইউনাইটেডেও খেলতে পারেন মেসি। তার মতে, মেসি যদি বার্সেলোনা ছেড়ে দেয় চ্যাম্পিয়নস লিগে জায়গাই পাবে না তারা।
সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী, বার্সেলোনা যদি নতুন ফুটবলার আনা, বোর্ডের পুনর্গঠন এবং পছন্দসই কোচ আনতে না পারে তাহলে ক্লাব ছাড়বেন মেসি। তার দল ছাড়ার বিষয়টি ক্লাবের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম স্পোপোর্তো ইন্টারেটিভো জানিয়েছে, আগেও মেসির ক্লাব ছাড়ার কথা উঠেছে। তবে ক্লাব ছাড়ার ব্যাপারে মেসিকে এতো প্রতিজ্ঞাবদ্ধ আগে দেখা যায়নি।
ওই সূত্রের কথা ফলে যেতে পারে সেটা বোঝাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে যাবেন এই তথ্যটিও ওই সূত্রই জানিয়েছিল। মেসির সঙ্গে বার্সার চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। চলতি মৌসুমে ফ্রি ট্রান্সফারে মেসির দল ছাড়ার সময়ও শেষ হয়ে গেছে। তবে মেসি বার্সার ওপর চাপ প্রয়োগ করে ক্লাব ছাড়তে পারেন বলেও শোনা যাচ্ছে।