দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বায়ার্নের কাছে ৮-২ গোলে হারের লজ্জা আর অপমান নিয়ে মাঠ ছাড়ার পর বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনের চাকরি আর থাকছে না, এটা প্রায় সবাই বলে দিচ্ছিল। বিশেষ করে ক্লাবের অধিনায়ক লিওনেল মেসিই যখন পছন্দ করেন না, সেতিয়েনকে- তখন তার আর ন্যু ক্যাম্পে থাকার প্রশ্নই আসে না।
অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সেতিয়েনকে বরখাস্ত করা হলো ন্যু ক্যাম্পের দায়িত্ব থেকে।
চলতি বছরের ১৪ জানুয়ারি আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে কিকে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয়েছিল বার্সার রিমোট কন্ট্রোল। ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে বসতে পারলেন তিনি।