দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগেই ডব্লিউ ভি রমন-এর বদলে রমেশ পাওয়ারকে ভারতীয় মহিলা দলের প্রশিক্ষক করা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এবার ফের অস্বস্তি শুরু হয় দল নির্বাচন নিয়ে। বৃহস্পতিবার থেকে ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রশিক্ষক নির্বাচনের পর বিতর্কে দল নির্বাচনও। অপ্রত্যাশিত ভাবে তরুণ ক্রিকেটার শেফালি বর্মা এবং শিখা পাণ্ডেদের দলে ফিরিয়ে আনা নিয়ে তৈরি হয় বিতর্ক।
মহিলা দলের প্রাক্তন প্রশিক্ষক ডব্লিউ ভি রমন, প্রধান নির্বাচক নীতু ডেভিড এবং সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একটি গণ্ডগোল আগে থেকেই চলছিল। রমন চিঠি দেন বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এনসিসি-র পরিচালক রাহুল দ্রাবিড়কে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ইংল্যান্ড সফরের দল নির্বাচন হয় বোর্ডের কর্তাদের উপস্থিতিতে। ইংল্যান্ড সফরে ১টি টেস্ট, ৩টি টি২০ এবং ৩টি একদিনের ম্যাচ খেলবেন ঝুলন গোস্বামীরা। তবে মূল সমস্যাটি ছিল অন্য জায়গায়। ওই টেস্ট ম্যাচটিতে তরুণদের বদলে অভিজ্ঞ ক্রিকেটারদের মাঠে নামানো নিয়ে প্রশ্ন তোলা হয়। তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে নেওয়া হবে কি না সেই নিয়ে দীর্ঘ আলোচনাও হয়।
কিন্তু শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাদ পড়া শেফালি, শিখা এবং তানিয়া ভাটিয়াকে ফিরিয়ে আনা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজের দলে। টি টোয়েন্টি স্কোয়াডে তাঁরা আগে থেকেই ছিলেন। বিসিসিআই চেষ্টা করছে এমন ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করতে যাঁরা আগামী দিনে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যার জন্য তরুণ ক্রিকেটারদের এখন থেকেই সুযোগ পাওয়া উচিত বলে অনেকে মনে করেন।