দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সম্প্রতি বিরাট কোহলিকে নিয়ে তির্যক মন্তব্য করে ভক্তদের সমালোচনার শিকার হয়েছেন মাইকেল ভন। যদিও প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের কাছে এমন ঘটনা নতুন কিছু না। অতীতে ভারতীয় দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে হয়তো সমালোচিত হয়েছেন বর্তমান অজি টেস্ট টিমের অধিনায়ক টিম পেইন। কিন্তু সেই পেইন-ই এখন বিরাটের প্রশংসায় পঞ্চমুখ। নিজের দলে স্টিভ স্মিথের মতো সর্বকালের সেরাদের একজন ব্যাটসম্যান থাকা সত্ত্বেও পেন বলেছেন, কোহলি-কেই বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে মত দিলেন অজি অধিনায়ক।
সম্প্রতি একটি অনুষ্ঠানে পেইন বলেছেন, “আগেও অনেকবার বলেছি, বিরাট এমন একজন ক্রিকেটার যাকে প্রত্যেকে দলে চায়। ও লড়াকু, সেইজন্যই বিশ্বের সেরা ব্যাটসম্যানের পরিণত হয়েছে। ওর বিরুদ্ধে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। ও লড়াইটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। হ্যাঁ, চার বছর আগে ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। তবে বিরাটকে আমি সারাজীবন মনে রাখব।”
কিছুদিন আগের ভারত অস্ট্রেলিয়া সিরিজেও বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা হয়েছে পেইনের। তার আছে ২০১৮-১৯ সিরিজে পার্থে দ্বিতীয় টেস্টে বিরাট এবং পেইনের উত্তপ্ত বাক্য বিনিময় স্টাম্প মাইকে ধরা পড়েছিল। অস্ট্রেলিয়ার কিছু উইকেট নিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কোহলি। সেই সময়ই ঝামেলা বাধে পেইন এবং কোহলির মধ্যে।