দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট ম্যাচটি সোমবার ড্র’তে শেষ হয়েছে। বৃষ্টির কারণে শেষ দিনে চার ওভারের বেশি খেলা সম্ভব হয় নি। ইংল্যান্ড প্রথম ইনিংসে 110 রান করেছিল, এরপর উভয় দলই ড্র’তে রাজি হয়।
জ্যাক ক্রাউলি ইংল্যান্ডের পক্ষে সাউদাম্পটনে সর্বোচ্চ 53 রান করেছেন। এ ছাড়া ডম সিবলে 32 রানের অবদান রেখেছেন। পুরো ম্যাচে কেবল মাত্র 134.3 ওভারের খেলাই সম্ভব হয়। বৃষ্টির কারণে তৃতীয় দিনে কোনও খেলা হয়নি এবং চতুর্থ দিনেও বেশিরভাগ সময় বৃষ্টির জন্যে খেলা বন্ধ থাকে। প্রথম দুটি দিন খারাপ আলোর কারণে খেলা ব্যাহত হয়েছিল।
বারবার বাধার মাঝে পাকিস্তান প্রথম ইনিংসে 236 রান করেছিল। তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড 1-0 এর ব্যাবধানে এগিয়ে। তৃতীয় ও শেষ ম্যাচটি শুক্রবার থেকে শুরু হবে। গত দশ বছরে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে পরাজিত করার সুযোগ রয়েছে স্বাগতিকদের সামনে।