দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ থেকে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL) টি-টোয়েন্টি। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে গত জুলাই মাসে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এবার সিপিএল দিয়ে মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি লিগ।
প্রথম দিন, ত্রিনিবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস; গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোস ট্রাইডেন্টস। টুর্নামেন্টটি 10ই সেপ্টেম্বর পর্যন্ত দুটি মাঠে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল এবং ফাইনাল সহ মোট 23টি ম্যাচ ত্রিনিদাদ ও টোবাগোর টোবুরাতে অবস্থিত ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে। বাকি দশটি ম্যাচ পোর্ট অফ স্পেনের কুইনস পার্ক ওভালে খেলা হবে। শুধু ওয়েস্ট ইন্ডিজেরই নয়, বিদেশি খেলোয়াড়রাও এই লিগে খেলতে আসবেন।
এই বছর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচই খালি স্টেডিয়ামে খেলা হবে। ইংল্যান্ডে যেভাবে টেস্ট সিরিজ আয়োজন হচ্ছে, ঠিক একই রকম ভাবে এই লিগে ‘বায়ো সিকিউর’ পরিবেশ প্রস্তুত করা হচ্ছে। লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অনেক বিধি অনুসরণ করতে হবে।
করোনার ভাইরাসের কারণে বেশিরভাগ বড় খেলার আসর গুলোই আপাতত স্থগিত রয়েছে। যে জায়গাগুলিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে দর্শকদের ছাড়াই স্বাস্থ বিধি মেনে ম্যাচগুলি খেলা হচ্ছে। গত 24 ঘন্টার মধ্যে বিশ্বের 213 টি দেশে 1.90 লক্ষ মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এবং 4073 জন প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে 2.20 কোটিরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং 7 লক্ষ 76 হাজার 852 জন প্রাণ হারিয়েছে।