দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএল 2020 এর জন্য চীনা সংস্থা ভিভোর জায়গায় নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করলো বিসিসিআই। ভিভোকে সরিয়ে আইপিএলের ত্রয়োদশতম মরশুমের জন্যে টাইটেল স্পনসর হয়েছে ড্রিম 11। আইপিএল 2020 মরসুমের জন্য 250 কোটি টাকায় স্পনসরশিপ রাইটস কিনেছে ড্রিম 11।
এই বিডটি ভিভোর বার্ষিক 440 কোটি টাকার চেয়ে 190 কোটি টাকা কম। টাটা, আনএকাডেমি, BYJU’S স্পনসরশিপ পাওয়ার দৌড়ে সামিল ছিলো। সংযুক্ত আরব আমিরাতে 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হবে।
আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে আনএকাডেমি 210 কোটি টাকার জন্য বিড করেছিল। টাটার বিড ছিল 180 কোটি এবং BYJU’S এর বিড ছিল 125 কোটি।
লাদাখে ভারত ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের কারণে বিসিসিআই এই মরশুমে ভিভোকে আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরিয়ে দিয়েছিল। ভিভো 2018 থেকে 2022 সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য 2190 কোটি টাকার চুক্তিতে আইপিএলের টাইটেল স্পনসরশিপ অর্জন করেছিল।